পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Student Died in Durgapur: বেপরোয়াভাবে গাড়ি চালানোর জের, দুর্গাপুরে মৃত ডাক্তারি পড়ুয়া - medical student died in Durgapur

রবিবার গভীর রাতে দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক মেডিক্যাল পড়ুয়ার (Durgapur student died) ৷ আহত হয়েছেন 2 জন ৷

ETV Bharat
দুর্গাপুরে মৃত ডাক্তারি পড়ুয়া

By

Published : Feb 13, 2023, 8:28 PM IST

দুর্গাপুর, 13 ফেব্রুয়ারি: বেপরোয়া গতিতে গাড়ি চালানোর মাসুল, দুর্গাপুরে মৃত্যু ডাক্তারি পড়ুয়ায় ৷ ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন ৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ৷ ওই বেসরকারি হাসপাতালেই সে চিকিৎসাধীন ৷ মৃত যুবকের নাম অনঘ মান্না (23) ৷ তাঁর বাড়ি মেদিনীপুরে ৷ ঘটনায় আহত একজন হলেন ডাক্তারির পড়ুয়া নীলাভ রায় ৷ অপর আহত যুবকের নাম স্বপ্নীল বোরা । সে ইতিমধ্যেই ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে (medical student died in Durgapur) ৷

রবিবার মাঝরাতে এই ঘটনাটি ঘটে দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি এক মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে ৷ জানা গিয়েছে, চার চাকার ওই গাড়ির গতি এতটাই বেশি ছিল যে, তার আঘাতে ভেঙেছে ক্যাম্পাসের তিনটি গাছ ও ল্যাম্পপোস্ট ৷ জানা গিয়েছে, রবিবার মাঝরাতে দুর্গাপুরের ভাড়াবাড়ি থেকে প্রচন্ড গতিতে গাড়ি চালিয়ে ওই বেসরকারি মেডিকেল কলেজ আসছিলেন ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া স্বপ্নীল বোরা ৷ সেই গাড়িতেই ছিল অনঘ ও নীলাভ ৷ নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িটি একের পর তিনটি গাছ ও একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে ৷

এই দুর্ঘটনার পরেই ওই মেডিক্যাল কলেজের নিরাপত্তা রক্ষীরা ছুটে আসেন ৷ দুর্গাপুর থানার পুলিশকে খবর দেওয়া হয় । ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ আশঙ্কাজনক অবস্থায় তিনজনকেই ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু চিকিৎসা শুরুর আগেই মৃত্যু হয় অনঘ মান্নার ৷ বাকি দু'জনের চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন:কাকার হাতে খুন ভাইপো, গ্রেফতারির দাবিতে বাড়ির সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ গ্রামবাসীর

এই ঘটনা প্রসঙ্গে বেসরকারি ওই মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডক্টর গৌতম ঘোষ বলেন,"এরা আমাদের হস্টেলে থাকত না । বাইরে থাকত । আহত তিনজনের মধ্যে একজনকে হাসপাতালে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয় । আরও একজন ডাক্তারি পড়ুয়া আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন, অন্য একজনের আঘাত সামান্য । আমরা বারবার অভিভাবকদের কাছে অনুরোধ করি, যাতে পড়ুয়াদের মেডিক্যাল কলেজের হস্টেলে রাখা হয় । কারণ আমাদের এখানে নিয়ম হচ্ছে রাত্রি দশটার পর সমস্ত ছাত্র-ছাত্রীদের রোল কল করা হয়, যদি কেউ অনুপস্থিত থাকে তাঁকে ট্র‍্যাক করা হয় । অভিভাবকদের খবর দেওয়া হয়েছে ।" এই ডাক্তারি পড়ুয়ারা এত রাতে কোথায় ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details