দুর্গাপুর, 12 জানুয়ারি: গরুপাচার নিয়ে তোপ দাগতে গিয়ে ফের একবার বিজেপি ও তৃণমূলের মধ্যে যোগসাজশের অভিযোগ তুলে সরব হলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম (Md Salim on Cattle Smuggling) ৷ তাঁর দাবি, যেদিন থেকে গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার (Anubrata Mondal Arrest) হয়েছেন, সেদিন থেকেই বদলে গিয়েছে বাংলাদেশে গরুপাচারের রুট (Cattle Smuggling Route) ! সেলিমের বক্তব্য, এখন আর পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে গরুপাচার হয় না ৷ বরং পাচারের কাজ চলে মেঘালয় দিয়ে ! বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এসে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন মহম্মদ সেলিম ৷
এদিন দুর্গাপুরে সিপিএমের তরফে একটি সভার আয়োজন করা হয় ৷ দুর্গাপুরের পুনর্গঠন ও দুর্গাপুর পৌরসভার নির্বাচন দ্রুত করানো-সহ বিভিন্ন দাবিদাওয়া সামনে রেখে এই কর্মসূচি পালন করা হয় ৷ এদিনের সভামঞ্চে প্রধান বক্তা ছিলেন মহম্মদ সেলিম ৷ মঞ্চে বলতে উঠে আগাগোড়া রাজ্যের বর্তমান সরকার এবং শাসকদলকে আক্রমণ করেন তিনি ৷ পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়েও একইভাবে তোপ দাগেন ৷ সেই সময়েই গরুপাচারের রুট বদল নিয়ে নয়া দাবি করেন সিপিএমের এই প্রবীণ নেতা ৷