পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Md Salim on Cattle Smuggling: 'অনুব্রত গ্রেফতার হতেই বদলেছে গরুপাচারের রুট !' দাবি সেলিমের - অনুব্রত মণ্ডল

অনুব্রত মণ্ডল গ্রেফতার (Anubrata Mondal Arrest) হওয়ার পরই গরুপাচারের রুট (Cattle Smuggling Route) নাকি বদলে গিয়েছে ! বৃহস্পতিবার দুর্গাপুরে এসে এই দাবি করেছেন সিপিএম নেতা মহম্মদ সেলিম (Md Salim on Cattle Smuggling) ৷

Md Salim claims Cattle Smuggling Route changed after Anubrata Mondal Arrest
দুর্গাপুরে মহম্মদ সেলিম ৷

By

Published : Jan 12, 2023, 8:08 PM IST

সেলিমের তোপ !

দুর্গাপুর, 12 জানুয়ারি: গরুপাচার নিয়ে তোপ দাগতে গিয়ে ফের একবার বিজেপি ও তৃণমূলের মধ্যে যোগসাজশের অভিযোগ তুলে সরব হলেন সিপিএম নেতা মহম্মদ সেলিম (Md Salim on Cattle Smuggling) ৷ তাঁর দাবি, যেদিন থেকে গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেফতার (Anubrata Mondal Arrest) হয়েছেন, সেদিন থেকেই বদলে গিয়েছে বাংলাদেশে গরুপাচারের রুট (Cattle Smuggling Route) ! সেলিমের বক্তব্য, এখন আর পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে গরুপাচার হয় না ৷ বরং পাচারের কাজ চলে মেঘালয় দিয়ে ! বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে এসে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন মহম্মদ সেলিম ৷

এদিন দুর্গাপুরে সিপিএমের তরফে একটি সভার আয়োজন করা হয় ৷ দুর্গাপুরের পুনর্গঠন ও দুর্গাপুর পৌরসভার নির্বাচন দ্রুত করানো-সহ বিভিন্ন দাবিদাওয়া সামনে রেখে এই কর্মসূচি পালন করা হয় ৷ এদিনের সভামঞ্চে প্রধান বক্তা ছিলেন মহম্মদ সেলিম ৷ মঞ্চে বলতে উঠে আগাগোড়া রাজ্যের বর্তমান সরকার এবং শাসকদলকে আক্রমণ করেন তিনি ৷ পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়েও একইভাবে তোপ দাগেন ৷ সেই সময়েই গরুপাচারের রুট বদল নিয়ে নয়া দাবি করেন সিপিএমের এই প্রবীণ নেতা ৷

আরও পড়ুন:2018 সালের পুনরাবৃত্তি হবে না 2023 এর পঞ্চায়েতে, তৃণমূলকে হুঁশিয়ারি সেলিমের

সেলিম বলেন, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্য়ায় এবং অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, তাঁদের প্রত্যক্ষ মদত এবং বোঝাপড়াতেই নতুন রুটে গরুপাচার করা হচ্ছে ৷ সেলিমের দাবি, মেঘালয়ে নাকি নতুন এক অনুব্রত তৈরি হয়েছে ! যাঁকে মেঘালয়ে দলের (তৃণমূল কংগ্রেসের) দায়িত্ব দেওয়া হয়েছে, তিনিই সেই নেতা বলে দাবি করেছেন সেলিম ৷ এমনকী, তিনি তাঁর নাম জানেন বলেও প্রকাশ্যে স্বীকার করেছেন এই সিপিএম নেতা ৷ তাঁর দাবি, এই কুকর্মে বিএসএফ, পুলিশ সকলেরই মদত রয়েছে ৷ স্বাভাবিকভাবেই সেলিমের এই মন্তব্য নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়েছে ৷

এদিন, গরুপাচার ছাড়াও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, পঞ্চায়েতের নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় বোমা বিস্ফোরণ, অস্ত্র উদ্ধারের মতো ঘটনা নিয়েও সরব হয়েছেন মহম্মদ সেলিম ৷ তাঁর অভিযোগ, "রাজ্যজুড়ে এক অস্থিতিকর পরিস্থিতি তৈরি হয়েছে ৷ পঞ্চায়েত ভোটের আগে সন্ত্রাসই শাসকদলের মূল হাতিয়ার হয়ে উঠছে ৷"

ABOUT THE AUTHOR

...view details