পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসানসোলে পথ দুর্ঘটনায় ম্যাটাডোরের ভিতর পুড়ে ছাই চালক, মৃত আরও 2 - আসানসোলে পথ দুর্ঘটনায় মৃত 2, দগ্ধ হয়ে মৃত্যু ম্যাটাডোর চালকের

রবিবার সাতসকালে আসানসোল উত্তর থানা এলাকার কাল্লা মোড়ে 2 নম্বর জাতীয় সড়কের উপর মর্মান্তিক একটি পথ দুর্ঘটনায় 3 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে একজন ম্যাটাডোরের চালক দগ্ধ হয়ে মারা যান ঘটনাস্থলেই ৷

আসানসোলে পথ দুর্ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যু ম্যাটাডোর চালকের
আসানসোলে পথ দুর্ঘটনায় দগ্ধ হয়ে মৃত্যু ম্যাটাডোর চালকের

By

Published : Jun 13, 2021, 9:06 AM IST

Updated : Jun 13, 2021, 11:54 AM IST

আসানসোল, 13 জুন : অতর্কিতে নিয়ন্ত্রণ হারায় গাড়ি ৷ পরমুহূর্তেই সব শেষ ৷ ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত ম্যাটাডোর চালক রবিবার ভোরে ওষুধ বোঝাই করে সরবারহের জন্য যাচ্ছিলেন আসানসোল থেকে ঝাড়খণ্ডের দিকে ৷ আসানসোলের কাল্লা মোড়ের কাছে মুহূর্তের ভুলে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ নিলেন এক পথচারীর ৷ গুরুতর জখম হয়েছিলেন আরও একজন ৷ পরে তাঁরও হাসপাতালে মৃত্যু হয় ৷

ভুলের মাশুল ম্যাটাডোর চালক নিজেও কিছু কম দিলেন না ৷ দুই পথচারীকে চাপা দিয়েই ধাক্কা মারেন একটি তেলট্যাঙ্কারে ৷ সঙ্গে সঙ্গেই গাড়িতে আগুন লেগে যায় ৷ ট্যাঙ্কারের চালক ও খালাসি কোনও মতে তাঁদের গাড়ি থেকে বেরিয়ে যেতে পারেন ৷ তবে ম্যাটাডোরের চালক আটকে যান ভিতরেই ৷ দাউ দাউ করে জ্বলতে থাকে আগুন ৷ ম্যাটাডোর এবং ট্যাঙ্কারকে ক্রমশ গ্রাস করতে থাকে সেই আগুন ৷ ভিতরে বসে জীবন্ত দগ্ধ হতে থাকেন ম্যাটাডোরের চালক ৷

রবিবার সকালে আসানসোলের কাল্লা মোড়ে মর্মান্তিক একটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু'জনের ৷

ঘটনাটি লক্ষ্য করে জড়ো হতে থাকেন স্থানীয় লোকজন ৷ উত্তেজনা ছড়াতে থাকে মানুষের মধ্যে ৷ তবে কেউই কিছু করে উঠতে পারেননি ৷ কারণ ম্যাটাডোরের কাছে পৌঁছনোই সম্ভব হয়নি ৷ ইতিমধ্যেই খবর যায় আসানসোল উত্তর থানায় ৷ আসে পুলিশ ৷ আসে দমকলও ৷ আসানসোল থেকে দু'টি এবং রানিগঞ্জ থেকে একটি, দমকলের মোট তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে ৷ পুলিশ এবং দমকল মিলে ম্যাটাডোরের চালকের সিট থেকে অগ্নিদগ্ধকে বের করে আনার চেষ্টা শুরু হয় ৷ আগুন নেভাতেই বেশ বেগ পেতে হয় ৷ ম্যাটাডোরের দরজা যতক্ষণে ভাঙা গেল ততক্ষণ আস্ত একটি মানব শরীর ছাই আর কঙ্কালে পরিণত হয়েছে ৷ কঙ্কাল কম, ছাই বেশি ৷ চালকের দেহ উদ্ধার করা আক্ষরিক অর্থে আর সম্ভব হয়নি ৷

পুলিশ জানায়, যে দুই পথচারীকে ধাক্কা মারে ম্যাটাডোরটি তাঁরা ধানোরা গ্রামের মাছ বিক্রেতা ৷ নাম সন্তোষ গড়াই এবং রাখহরি গড়াই ৷ তাঁদের মধ্যে একজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই ৷ মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ অন্যজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৷ পরে সেখানেই তাঁর মৃত্যু হয় ৷ ম্যাটাডোরের চালকের পরিচয় জানা এখনও সম্ভব হয়নি ৷ ট্যাঙ্কারের চালক ও খালাসি পলাতক ৷

ঘটনায় এদিন উত্তেজনা ছড়ায় এলাকায় ৷ স্থানীয়দের অভিযোগ, পাশেই রয়েছে একটি ট্রাফিক পোস্ট ৷ তারপরও এই কাল্লা মোড়ে বারবার দুর্ঘটনা ঘটছে ৷ পুলিশ-প্রশাসন এনিয়ে তেমন কোনও পদক্ষেপ করেনি ৷ এদিনও দুর্ঘটনার সময় ওই ট্রাফিক পোস্টে কোনও পুলিশ কর্মী ছিলেন না ৷ পাশাপাশি এদিন দুর্ঘটনার পর উদ্ধার কাজ দেরিতে শুরু হয় বলেও ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ৷

আরও পড়ুন : খয়রাশোলে বিজেপি নেতাকে কুপিয়ে খুনের অভিযোগ

Last Updated : Jun 13, 2021, 11:54 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details