পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP Councillor House on Fire: বিজেপি কাউন্সিলরের বাড়িতে ভয়াবহ আগুন, নেপথ্যে কী ? - Asansol BJP Councillor Fire Incident

রবিবার ভোররাতে বাড়ির দোতলায় আগুন লাগে ৷ সবাই ঘুমিয়ে থাকলেও বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্য আগুনের ফুলকি দেখতে পান ৷ সঙ্গে সঙ্গে তিনি ও স্বামী সন্তানদের নিয়ে নীচে একতলায় নেমে আসেন ৷ আসানসোল থেকে কুলটিতে দমকলের ইঞ্জিন আসতে সময় লেগেছে একঘণ্টা (BJP Councillor House catch fire) ৷

House on Fire in Asansol
বিজেপি কাউন্সিলরের বাড়িতে আগুন

By

Published : Feb 26, 2023, 12:36 PM IST

কুলটিতে বিজেপি কাউন্সিলরের বাড়িতে বিধ্বংসী আগুন

আসানসোল, 26 ফেব্রুয়ারি: ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই কাউন্সিলরের বাড়ির দোতলা ৷ রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্যের বাড়িতে ৷ তিনি আসানসোল পৌরনিগমের 102 নম্বর ওয়ার্ডের জন প্রতিনিধি ৷ তাঁর বাড়ির দোতলায় আগুন লেগে সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ দমকলের দু'টি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ তবে এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি ৷ বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্য, তাঁর স্বামী বিজেপি নেতা অভিজিৎ আচার্য এবং বাড়ির কারও কোনও ক্ষতি হয়নি (Asansol BJP Councillor house got Fire Incident) ৷

রবিবার ভোররাতে কুলটির সাঁকতোরিয়া কলোনিতে বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্যের বাড়িতে আগুন লাগে ৷ তাঁর দাবি, শর্টসার্কিট থেকেই বাড়ির দোতলায় আগুন লাগে। ভোররাতে সবাই তখন গভীর ঘুমে তখনই দুর্ঘটনা ঘটে ৷ হঠাৎ ধূপের আগুনের মতো কিছু একটা চোখে পড়ে বিজেপি কাউন্সিলরের ৷ তিনি ও স্বামী অভিজিৎ আচার্য, তাঁদের সন্তানদের নিয়ে তড়িঘড়ি নীচে নেমে আসেন ৷ মুহূর্তে আগুন ছড়িয়ে যায় ৷ তাঁরা আসবাবপত্র সরানোর সময় পাননি ৷ দমকলে খবর দেন ইন্দ্রাণী আচার্য ৷

আসানসোল থেকে দমকলের ইঞ্জিন আসতে প্রায় এক ঘণ্টা সময় লেগে গিয়েছিল ৷ ততক্ষণে আগুন দাউ দাউ করে জ্বলছে ৷ গোটা উপরতলাটি কার্যত আগুনের গ্রাসে চলে যায় ৷ সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে ৷ দমকলের দু'টি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ৷ সম্পত্তির ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: দিনহাটায় বিজেপি কর্মীদের বাড়ি ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল

কাউন্সিলর বলেন, "আগুন লেগেছে দেখতে পেয়ে শুধুমাত্র ল্যাপটপ আর মোবাইলটা নিয়ে নীচে নেমে আসি ৷ আগামীকাল থেকে মেয়ের আইসিএসসি পরীক্ষা আছে ৷ সেই কারণে মোবাইল ও ল্যাপটপটা কোনও মতে বাঁচাতে পেরেছি ৷" স্বভাবত, ঘটনায় স্থানীয়দের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে । দমকলের আসতে দেরি হওয়ায় প্রশ্ন উঠেছে ৷ কুলটি এলাকায় একটি দমকলের সাবস্টেশন করার দাবি উঠেছে ৷ কারণ, আসানসোলের থেকে এতটা দূরত্বে দমকল আসতে অনেক সময় লেগে যায় ৷ দমকল যতক্ষণে এসে পৌঁছেছে, ততক্ষণে আগুন ভয়াবহ আকার ধারণ করেছে ৷ অতীতেও স্থানীয় দমকল সাবস্টেশন তৈরির দাবি উঠেছে ৷ এই ঘটনায় নতুন করে কুলটি অঞ্চলে একটি দমকলে সাবস্টেশন তৈরির দাবি উঠল ৷

ABOUT THE AUTHOR

...view details