আসানসোল, 23 জুলাই: ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আসানসোলের একটি শপিংমলে । আসানসোলের ভাঙা পাঁচিল এলাকার ঘটনা । ঘটনাস্থলে দমকলের 5টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে । রবিবার দুপুর পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি ।
রবিবার শপিং মল খোলার আগেই ধোঁয়া দেখতে পান এলাকাবাসীরা । তাঁরা পুলিশে এবং দমকলে খবর দেন । প্রথমে আসানসোল ফায়ার ব্রিগেড থেকে দুটি ইঞ্জিন আসে । তাতেও আগুন নিয়ন্ত্রণে না আসায় রানিগঞ্জ থেকে দমকলের আরও দুটি ইঞ্জিন নিয়ে আসা হয় এবং পরবর্তীকালে আরও একটি ইঞ্জিন আনা হয়েছে । দমকলকর্মীরা শপিংমলের কাঁচ ভেঙে ভিতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে । স্থানীয় এলাকাবাসীদের মতে, দোকান খোলার আগেই ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল । সময় যত গড়িয়েছে আগুন যতই ছড়িয়ে পড়েছে শপিংমলের ভিতরে ।
জানা গিয়েছে, শপিংমলের উপর তলায় গোডাউনের ভেতরে প্রথম আগুন লাগে । তা ক্রমশ ছড়িয়ে পড়ে গোটা মলে । পাঁচ ঘণ্টার চেষ্টার পরেও আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসেনি । অভিযোগ উঠছে, ওই শপিংমলে অগ্নি নির্বাপক পাইপলাইন করা থাকলেও তা ঠিকমতো কাজ করে না । যার ফলে আগুন নেভাতে গিয়ে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের ।