আসানসোল, 9 মে: দিনে দিনে উষ্ণ হচ্ছে পৃথিবী ৷ গ্রহের বিপদ বাড়ছে ৷ বিশ্বের কোথাও কমছে বৃষ্টি, কোথাও বা অতিবৃষ্টি ৷ সঙ্গে দোসর অসময়ে প্রাকৃতিক দুর্যোগ ৷ এই সবকিছুর অন্যতম কারণ ব্যাপক হারে বৃক্ষ নিধন ৷ গাছ কাটার ফলে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে ৷ বনাঞ্চল, জঙ্গল কেটে তৈরি হচ্ছে কংক্রিটের বসতি ৷ এই পরিস্থিতিতে গাছ বাঁচাতে অভিনব কাণ্ড করলেন আসানসোলের গাছপ্রেমী নারায়ণ দাস ৷ তিনি এলাকায় বলাই নামেই বেশি পরিচিত ৷ বাড়িতে ধুমধাম করে বটগাছ ও অশ্বত্থ গাছের বিয়ে দিলেন নারায়ণ দাস ৷ বিয়ের সব রীতিনীতি শেষে সেই দুটি গাছ আনুষ্ঠানিক ভাবে স্থাপন করা হবে এলাকায় ৷
রবিবার রাতে আসানসোল মহিশীলা কলোনিতে হইচই ৷ রাত 8 টা 45 নাগাদ বাড়ির ভিতর থেকে শোনা গেল, "এবার শুরু করা হোক, লগন যে এল বলে ।" হ্যাঁ, বিয়ের লগনের কথাই বলছেন সবাই ৷ গাছেদের বিয়ে ৷ গাছপ্রেমী নারায়ণ দাস ওরফে বলাই তাঁর বাড়িতে একেবারে হিন্দু শাস্ত্র মতে রীতি মেনে বটগাছ ও অশ্বত্থ গাছের বিয়ে দিলেন ৷ বিয়ের মণ্ডপ, পুরোহিত, বিয়ের মন্ত্রোচ্চারণ কোনও কিছুই বাদ যায়নি ৷
রাত প্রায় 9টা নাগাদ বিয়ের লগ্ন ছিল ৷ সময় মেনে বিয়ে দিতে বসলেন হয় পুরোহিত সীতাংশু ভট্টাচার্য ৷ তিনি জানালেন, হিন্দু শাস্ত্র মতে যেভাবে বিয়ে হয় অর্থাৎ বসুধারা, নান্দীমুখ, অধিবাস থেকে শুরু করে সিঁদুরদান, মালাবদল, যৌতুক, বিদায়- সবকিছুই অনুষ্ঠিত হয়েছে দু'টি গাছের বিয়েতে ৷