রানিগঞ্জ, 7জুন : রানিগঞ্জের বণিক মহলের তরফে আজ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে21লাখ11হাজার টাকা দান করা হল ৷ এই টাকার চেকতারা আসানসোল পৌরনিগমের মেয়র জিতেন্দ্র তিওয়ারির হাতে তুলে দেয় ৷
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 21 লাখের বেশি অনুদান রানিগঞ্জ বণিক মহলের
কোরোনা ও আমফান মোকাবিলায় রাজ্য সরকারের পাশে দাঁড়াল রানিগঞ্জ বণিক মহল ৷ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে 21 লাখ 11 হাজার টাকা দান করে তারা ৷ সেই টাকার চেক মেয়রের হাতে তুলে দেওয়া হয় ৷
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে21লাখের বেশি অনুদানরানিগঞ্জ বণিক মহলের
রানিগঞ্জের বণিক মহলের দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই টাকা মেয়রের হাতেতুলে দেওয়া হয় ৷ এর আগেও আসানসোলের সমাজসেবী থেকে শুরু করে বিভিন্ন সংস্থার তরফেরাজ্যের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে অনুদান তুলে দেয় ৷
একদিকে কোরোনা ভাইরাস,অন্যদিকে আমফান ৷ এই ভয়ংকরপরিস্থিতিতে গরিব মানুষের পাশে সবসময় রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতাবন্দ্যোপাধ্যায় ৷ জিতেন্দ্র তিওয়ারি বলেন, "একজন মায়ের হৃদয় নিয়ে রাজ্যেরমুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমে বাংলার মানুষকে বাঁচানোর কাজ করছেন৷"
তিনি আরও বলেন,রানিগঞ্জের বণিক মহল রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে ৷ বণিকমহলের দেওয়া এই টাকা দ্রুত মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে পৌঁছে দেওয়ারও আশ্বাস দেনতিনি ৷