আসানসোল, 15 ডিসেম্বর: এ যাবৎকালের নজিরবিহীন ঘটনা শিল্পাঞ্চলের বুকে । 52 ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরেও আসানসোলের বিশিষ্ট ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়িতে এখনও পর্যন্ত চলছে আয়কর তল্লাশি । বুধবার ভোর থেকে শুরু হয়েছে এই আয়কর তল্লাশি এবং এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও টানা ম্যারাথন তল্লাশি চলছে আসানসোলে তাঁর মসজিদ বাড়ি লেনের বাড়িতে ।
গত বুধবার ভোর 6টা থেকে আসানসোলের বেশ কয়েকটি জায়গায় আয়কর তল্লাশি শুরু হয় । তার মধ্যে অন্যতম ছিল রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক তথা ছাঁট লোহার কারবারি সোহরাব আলির বাড়ি । বার্নপুরের রহমত নগরে সোহরাব আলির বাড়িতে সাতসকালে আয়কর দফতরের হানার খবর শুনে তোলপাড় হয়ে যায় পুরো শহর । অন্যদিকে বার্নপুরের ‘বস’ বলে পরিচিত সৈয়দ ইমতিয়াজ আহমেদের বাড়িতে ও দফতরে শুরু হয় আয়কর তল্লাশি । একই সঙ্গে এই দু’জনের অনুগামীদের বাড়িতেও শুরু হয় আয়কর হানা । অন্যদিকে আসানসোলের মসজিদ বাড়ি লেনে লবণ ব্যবসায়ী মহেন্দ্র শর্মার বাড়িতেও একই সময়ে আয়কর দফতরের আধিকারিকরা হানা দেয় ।
বুধবার রাত পর্যন্ত সোহরাব আলির বাড়িতে শেষ হয় আয়কর তল্লাশি । বেশ কিছু নথিপত্র আয়কর বিভাগের লোকেরা বাজেয়াপ্ত করে নিয়ে যায় । যদিও সোহরাব আলির দাবি, তাঁর বাড়ি থেকে কিছুই পাওয়া যায়নি । অন্যদিকে গতকাল দুপুর পর্যন্ত বার্নপুরের ছাঁট লোহার কারবারি তথা প্রোমোটার, হোটেল ব্যবসায়ী সৈয়দ ইমতিয়াজ আহমেদের বাড়িতেও তল্লাশি চালানো হয় । তল্লাশি শেষে আয়কর বিভাগের আধিকারিকরা কিছু না জানিয়েই চলে যান । অন্যদিকে ইমতিয়াজের বাড়ির দরজা সদর দরজা বন্ধ করে দেওয়া হয় । তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকার করেন ।