পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cycling throughout the Country: শহিদের স্বপ্নের দেশ গড়তে সাইকেলে ভারতভ্রমণ

শহিদের স্বপ্নের দেশ গড়াই লক্ষ্য হরিয়ানার বাসিন্দা তসবীর ফোগতের ৷ সেই লক্ষ্য পূরণে 2016 সাল থেকে সাইকেলে দেশভ্রমণ করছেন তিনি (Cycling throughout the Country) ৷

man from Haryana is Cycling throughout the Country to build a the dream nation of Martyrs
সাইকেলে দেশভ্রমণ

By

Published : Jan 25, 2023, 8:49 PM IST

শহিদের স্বপ্নের দেশ গড়াই লক্ষ্য

আসানসোল, 25 জানুয়ারি: পরাধীন ভারতের শৃঙ্খল মোচন করতে শত শত বিপ্লবী প্রাণ বিসর্জন দিয়েছেন ৷ কিন্তু তাঁরা যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন কি আদৌ পূরণ হয়েছে ? ভারত স্বাধীন হলেও আজও শহিদদের স্বপ্নের ভারত গড়ে ওঠেনি ! এমন অভিযোগ নতুন কিছু নয় ৷ অসংখ্য প্রবীণ স্বাধীনতা সংগ্রামীর গলা থেকেও এ নিয়ে ঝরে পড়ে আক্ষেপ ৷ আর তাই শহিদের স্বপ্নের ভারত গড়ার বার্তা সারা দেশে ছড়িয়ে দিতে লাগাতার সাইকেলে দেশভ্রমণ করে চলেছেন হরিয়ানার বাসিন্দা তসবীর ফোগত (Cycling throughout the Country) ৷

তসবীর জানিয়েছেন, তাঁর এই সফর শুরু হয় 2016 সালে ৷ সারাবছর দেশের নানা প্রান্তে ঘুরে বেড়ান তিনি ৷ সেই সফরে তাঁর একমাত্র সওয়ারি সাইকেল ৷ তসবীরের দাবি, ইতিমধ্যেই সাইকেলে অন্তত 1 লক্ষ কিলোমিটার পথ পেরিয়ে এসেছেন তিনি ! তবে, পশ্চিমবঙ্গে তাঁর আগমন এই প্রথম ৷

আরও পড়ুন:নেতাজিকে লুকোতেই 45 বছর ধরে চটের বস্তা পরছেন করণ সিং

নিজের প্রসঙ্গে তসবীর জানান, হরিয়ানার এক প্রত্যন্ত গ্রামের বাসিন্দা তিনি ৷ রাজনৈতিক কর্মী রাজীব দীক্ষিতের অনুগামী তসবীর নিজেকে একজন সমাজকর্মী হিসাবেই মনে করেন ৷ তিনি বলেন, "শহিদের স্বপ্নের ভারত গড়ে তোলাই আমাদের লক্ষ্য ৷ সেই লক্ষ্য পূরণ করতেই সাইকেলে সারা দেশ ঘুরে বেড়াই ৷ মানুষকে বোঝানোর চেষ্টা করি, ভারতীয় হিসাবে আমাদের কী কর্তব্য হওয়া উচিত ? কীভাবে এগোলে তবে আমরা শহিদের স্বপ্নের দেশ গড়ে তুলতে পারব, তা নিয়ে নিজের মতো করে সকলের সঙ্গে কথা বলি ৷"

তসবীর জানান, তাঁর রাজনৈতিক গুরু রাজীব দীক্ষিতের ইতিমধ্য়েই মৃত্যু হয়েছে ৷ কিন্তু, সেই মৃত্যু ঘিরে অনেক রহস্য রয়েছে ৷ রাজীবের মা-বাবা থাকেন মহারাষ্ট্রে ৷ প্রতি বছর নভেম্বর মাসে তসবীর সেখানে যান ৷ তারপর আবার বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে ৷ এখনও পর্যন্ত উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পঞ্জাব, হরিয়ানার, মহারাষ্ট্র, ছত্তিশগড়, বিহার, ঝাড়খণ্ড-সহ বিভিন্ন রাজ্যে সাইকেল নিয়ে ঘুরেছেন তসবীর ৷

সামনেই সাধারণতন্ত্র দিবস ৷ তসবীরের আক্ষেপ, স্বাধীনতা সেই কবে বৃদ্ধ হয়ে গেল, কিন্তু, এখনও আমাদের দেশে বেকারত্ব, দুর্নীতি ঘুচল না ৷ বরং, যত দিন যাচ্ছে, পরিস্থিতি আরও খারাপ হচ্ছে ৷ তারপরও হাল ছাড়তে নারাজ তসবীর ৷ তিনি বলেন, "যতদিন শরীরে ক্ষমতা আছে, ততদিন সাইকেল চালাব ৷ শহিদের স্বপ্নের দেশ গড়ার লক্ষ্যে মানুষকে সাধ্য মতো সচেতন করে যাব ৷"

ABOUT THE AUTHOR

...view details