দুর্গাপুর, 28 জুলাই : বুদবুদে ব্যক্তির মৃত্যুতে স্থানীয় গ্রামীণ হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠল । প্রদীপ সাপুই নামে ওই ব্যক্তিকে সাপে কামড়ায় । তাঁকে মানকর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখান থেকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।
100দিনের কাজ করতেন প্রদীপ সাঁপুই । পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনিই । পরিবারে তাঁর স্ত্রী এবং মেয়ে রয়েছে ।
গতকাল ঘরের মধ্যে ইঁদুর তাড়াতে যান প্রদীপ । সেই সময়ে তাঁকে সাপে কামড়ায় । তাঁকে দ্রুত মানকর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । দীর্ঘ দুই ঘণ্টা ওই ব্যাক্তিকে মানকর গ্রামীণ হাসপাতালে রাখা হয় । সেখানে কোনও চিকিৎসা হয়নি বলে অভিযোগ । অবস্থার অবনতি হলে প্রদীপকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় । সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ।
প্রদীপকে দীর্ঘ দুই ঘণ্টা মানকর স্বাস্থ্যকেন্দ্রে বিনা চিকিৎসায় ফেলে রাখার অভিযোগ তুলেছেন স্থানীয়রা । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।