পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durgapur Murder: দুর্গাপুরে ফুচকা বিক্রেতাকে পিটিয়ে খুন ! আটক 3 - murder at Durgapur

দুর্গাপুরে (Durgapur Murder) কোকওভেন এলাকায় এক ফুচকা বিক্রেতাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল ৷ এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে (Man beaten to death at Durgapur)৷

Man beaten to death at Durgapur, 3 accused detained
দুর্গাপুরে ফুচকা বিক্রেতাকে পিটিয়ে খুন ! আটক 3

By

Published : Apr 19, 2022, 1:36 PM IST

দুর্গাপুর, 19 এপ্রিল: দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের শ্রমিক নগর এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল (Durgapur Murder) ৷ এই ঘটনায় আটক করা হয়েছে 3 জনকে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

মঙ্গলবার সকালের এই ঘটনায় আতঙ্ক ছড়ায় । মৃত ব্যক্তির নাম রামপ্রসাদ সরকার ৷ বয়স 50 ৷ রামপ্রসাদ দুর্গাপুর বাসস্ট্যান্ডে ফুচকা বিক্রি করতেন । ঘটনার সূত্রপাত সোমবার রাতে ৷ দুর্গাপুর (Man beaten to death at Durgapur) নগর নিগমের 41নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গাপুর স্টেশন সংলগ্ন শ্রমিক নগর এলাকায় পুরনো বাড়ির প্রতিবেশীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রামপ্রসাদ সরকার ৷ এক বৃদ্ধ প্রতিবেশীকে বাইরে খাটিয়াতে শুয়ে থাকতে দেখে তাঁরও খোঁজ খবর নিতে যান তিনি ৷ ভুল বোঝাবুঝির শুরুটা সেখানেই ৷

দু'-এক কথা হতেই ওই বৃদ্ধের পরিবারের সঙ্গে বচসা বাঁধে রামপ্রসাদের (murder at Durgapur)। তখনকার মতো পরিস্থিতি শান্ত হয়ে যায় ৷ কিন্তু পরে ওই বৃদ্ধর ছেলে ও তাঁর দলবল দুর্গাপুর স্টেশনে বাসস্ট্যান্ড সংলগ্ন বাঁকুড়া মোড়ের কাছ থেকে রামপ্রসাদকে ধাওয়া করে তুলে আনে শ্রমিক নগর সংলগ্ন একটি মাঠের সামনে ৷ শুরু হয় মারধর । অভিযোগ, রামপ্রসাদ সরকারকে ওই বৃদ্ধের ছেলে ও তার সঙ্গীসাথীরা মিলে পিটিয়ে খুন করেছেন ।

আরও পড়ুন:Durgapur Suicide : কাঁকসায় আত্মঘাতী বিশেষ ভাবে সক্ষম মহিলা, গ্রেফতার প্রতিবেশী যুবক

আশঙ্কাজনক অবস্থায় রামপ্রসাদ সরকারকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় গতকাল রাতেই ৷ মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয় । রামপ্রসাদের পুরনো বাড়ির পড়শীদের অভিযোগ, তাঁকে ইচ্ছাকৃত ভাবে পিটিয়ে খুন করা হয়েছে ৷ আর এর পেছনে রয়েছে বিশ্বজিৎ জানা, সুরজিৎ সরকার, মনা দাস আর শুভজিৎ সরকার । কোকওভেন থানার পুলিশ তিনজনকে আটক করেছে ৷ অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা । যদিও অভিযুক্তদের পরিবার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে ।

ফুচকা বিক্রেতাকে পিটিয়ে খুন

স্থানীয় তৃণমূল কাউন্সিলার শিপুল সাহা জানান, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে । ঠিক কী কারণে এই খুন, তা খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details