পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durgapur Murder: দুর্গাপুরে ফুচকা বিক্রেতাকে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার 3 - murder at Durgapur

দুর্গাপুরে (Durgapur Murder) কোকওভেন এলাকায় এক ফুচকা বিক্রেতাকে পিটিয়ে খুন করার অভিযোগ ওঠে ৷ এই ঘটনায় 3 জন গ্রেফতার (Man beaten to death at Durgapur) হয়েছে ৷ আজ আদালতে তোলা হয় অভিযুক্তদের । তাঁদের বিরুদ্ধে খুনের মামলা রুজু হয়েছে ।

MAN BEATEN TO DEATH AT DURGAPUR 3 ACCUSED arrested
arrested persons

By

Published : Apr 20, 2022, 4:48 PM IST

দুর্গাপুর, 20 এপ্রিল : দুর্গাপুরের 41 নম্বর ওয়ার্ডের শ্রমিক নগর এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগে (Durgapur Murder) তিনজনকে গ্রেফতার করা হয়েছে । পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কোকওভেন থানার পুলিশ খুনের মামলা রুজু করেছে ৷

বুধবার সকালে অভিযুক্তদের 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় ৷ বিশ্বজিৎ জানা, মনোরঞ্জন দাস, সুরজিৎ সরকার নামে 3 অভিযুক্তকে গ্রেফতার করা হয় । অভিযুক্তরা তাঁদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ।

প্রসঙ্গত, দুর্গাপুর (Man beaten to death at Durgapur) নগর নিগমের 41নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গাপুর স্টেশন সংলগ্ন শ্রমিক নগর এলাকায় পুরনো বাড়ির প্রতিবেশীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রামপ্রসাদ সরকার ৷ এক বৃদ্ধ প্রতিবেশীকে বাইরে খাটিয়াতে শুয়ে থাকতে দেখে তাঁরও খোঁজ খবর নিতে যান তিনি ৷ ভুল বোঝাবুঝির শুরুটা সেখানেই ৷

দু'-এক কথা হতেই ওই বৃদ্ধের পরিবারের সঙ্গে বচসা বাঁধে রামপ্রসাদের (murder at Durgapur)। তখনকার মতো পরিস্থিতি শান্ত হয়ে যায় ৷ কিন্তু পরে ওই বৃদ্ধর ছেলে ও তাঁর দলবল দুর্গাপুর স্টেশনে বাসস্ট্যান্ড সংলগ্ন বাঁকুড়া মোড়ের কাছ থেকে রামপ্রসাদকে ধাওয়া করে তুলে আনে শ্রমিক নগর সংলগ্ন একটি মাঠের সামনে ৷ শুরু হয় মারধর । অভিযোগ, রামপ্রসাদ সরকারকে ওই বৃদ্ধের ছেলে ও তার সঙ্গীসাথীরা মিলে পিটিয়ে খুন করেছেন ।

আশঙ্কাজনক অবস্থায় রামপ্রসাদ সরকারকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোমবার রাতেই ৷ মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয় । পরিবারের তরফে কোকওভেন থানায় পিটিয়ে খুনের অভিযোগ দায়ের করা হয় । সেই মতো কোকওভেন থানার পুলিশ 3 জন অভিযুক্তকে গ্রেফতার করে ।

আরও পড়ুন:Durgapur Murder: দুর্গাপুরে ফুচকা বিক্রেতাকে পিটিয়ে খুন ! আটক 3

ABOUT THE AUTHOR

...view details