পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসানসোলে ব্যক্তিকে মাটিতে ফেলে বেধড়ক মার, ভাইরাল ভিডিয়ো - আসালসোল

আচমকাই বেধড়ক মার ব্যক্তিকে । ঘটনার ভিডিয়ো সামনে আসতেই লাগে রাজনীতির রঙ । যদিও আক্রান্ত ব্যক্তির দাবি, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন ।

Man beaten by some goons
নন্দকিশোর নোনিয়া

By

Published : Feb 23, 2020, 8:36 PM IST

Updated : Feb 23, 2020, 9:19 PM IST

আসানসোল, 23 ফেব্রুয়ারি : বাড়িতে জলের লাইন সংযোগ নিয়ে বচসা । যার জেরে হাতাহাতি পৌঁছায় বেধড়ক মারধরে । এক ব্যক্তিকে মাটিতে ফেলে মারধর করতে দেখা যায় কয়েকজন যুবককে । ভাইরাল হয় ভিডিয়োটি । ভিডিয়ো ভাইরালের পরই BJP-র পক্ষ থেকে দাবি করা হয়, ভিডিয়োয় যে ব্যাক্তিকে মারধর করতে দেখা যাচ্ছে তিনি BJP কর্মীর বাবা । যদিও, ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন । অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ।

ঘটনাটি সালানপুর থানার রূপনারায়ণপুর আমডাঙার । নন্দকিশোর নোনিয়ার বাড়িতে জলের সংযোগ করাকে কেন্দ্র করে বচসা বাধে । কিছু মদ্যপ যুবকের সঙ্গে গতকাল তাঁর বচসা হয়, পরে তারাই তাঁকে মারধর করে । ঘটনার পর ভীত পরিবার কাউকে কিছু জানাতে চায়নি । কিন্তু প্রতিবেশীদের করা ভিডিয়ো ভাইরাল হতেই গোটা ঘটনা সামনে আসে ।

ঘটনার ছবি সামনে আসতেই রাজনীতির রং লাগে । BJP-র পক্ষ থেকে দাবি করা হয়েছে আক্রান্ত ব্যক্তি তাদের দলের কর্মীর বাবা । বারাবনির BJP IT সেলের নেতা অভিজিৎ রায় জানান, ''তৃণমূলের পোষা গুণ্ডারা এই কাজ করেছে । তৃণমূলের স্থানীয় নেতা ভোলা সিং দাবি করেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই ।''

দেখুন ভিডিয়ো..

আক্রান্ত নন্দকিশোর নোনিয়াকে প্রশ্ন করা হলে তিনি জানান, তিনি কোনও রাজনীতি করেন না । গাড়িচালক হওয়ার সুবাদে সব রাজনৈতিক নেতাদের সঙ্গেই তাঁর সুসম্পর্ক । সালানপুর থানার পুলিশ জানিয়েছে, অভি্যুক্তদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে ।

Last Updated : Feb 23, 2020, 9:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details