পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Financial Fraud: মহিলার পাসবুকে নিজের ছবি লাগিয়ে টাকা তুলতে গিয়ে গ্রেফতার প্রতারক - একাধিক শাখার ব্যাংক অ্যাকাউন্ট থেকে দীর্ঘদিন ধরে টাকা তুলে নিত প্রতারক

অন্যের পাসবইয়ে নিজের ছবি লাগিয়ে একাধিক শাখার ব্যাংক অ্যাকাউন্ট থেকে দীর্ঘদিন ধরে টাকা তুলে নিত প্রতারক (Man Arrested for Withdrawing Money from Bank Account of Other AC Holder) ৷ এর আগেও ধরা পড়েছিল ওই প্রতারক ৷ কিন্তু জামিনে মুক্ত হওয়ার পর ফের একই অভিযোগ উঠল তার বিরুদ্ধে ৷

Financial Fraud
মহিলার পাসবুকে নিজের ছবি লাগিয়ে টাকা তুলতে গিয়ে গ্রেফতার প্রতারক

By

Published : Jul 30, 2022, 7:24 PM IST

আসানসোল, 30 জুলাই: পাসবই ও সই নকল করে, নিজের ছবি লাগিয়ে দীর্ঘদিন ধরে গ্রামীণ এলাকার ব্যাংক থেকে টাকা তুলে নিত এক প্রতারক। এবার এক মহিলার পাসবই নকল করে তাতে নিজের ছবি লাগিয়ে টাকা তুলতে গিয়ে ফাঁদে পড়ল সে। নাম মহিলার অথচ পুরুষের ছবি- তা দেখেই সন্দেহ হয় ব্যাংক কর্মীদের। তাঁকে কাউন্টার থেকে ব্রাঞ্চ ম্যানেজারের কাছে পাঠানো হয়। বিপদ বুঝে পালানোর চেষ্টা করে প্রতারক। কিন্তু দায়িত্বপ্রাপ্ত সিভিক ভলান্টিয়াররা তাকে ধরে ফেলে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই প্রতারকের নাম মনোরঞ্জন নায়েক। স্টেট ব্যাংকের রূপনারায়ণপুর শাখায় ঘটনাটি ঘটে। সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ ধৃতকে জেরা করে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন:পুলিশের পরিচয় দিয়ে বৃদ্ধের লক্ষাধিক টাকার প্রতারণা, গ্রেফতার তিন

স্টেট ব্যাংকের রূপনারায়ণপুর শাখায় দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার বৈদ্যনাথ মুখোপাধ্যায় জানান, এই প্রতারক এর আগে বর্ধমানের ভাতারে টাকা তুলতে গিয়ে ধরা পড়েছিল। তার ছবি সমস্ত শাখায় পাঠানো রয়েছে। কিন্তু ধরা পড়ে জামিনে ছাড়া পেয়েও সে প্রতারণা করতে ছাড়েনি। চিত্তরঞ্জন, বার্নপুর, সিউড়ি, বীরভূমের বিভিন্ন শাখা-সহ আশেপাশের এলাকায় বহু ব্যাংকে এই কৌশলে গ্রাহকদের টাকা উঠিয়ে নেয় এই ব্যাক্তি।

গ্রামীণ এলাকার ব্যাংক থেকে টাকা তুলে নিত এক প্রতারক

তিনি আরও জানান, শনিবার রূপনারায়ণপুর শাখায় উইথড্রল স্লিপ দিয়ে টাকা তুলতে আসে ওই ব্যক্তি। পাসবইটি নকল বানিয়ে নিয়ে আসে সে। কিন্তু অ্যাকাউন্টটা দেখা যায় ববিতা অধিকারী নামে এক মহিলার। সন্দেহ হওয়ায় ব্যাংকের কর্মীরা তাকে বলে আপনি ব্রাঞ্চ ম্যানেজারের কাছে যান। বেগতিক দেখে ওই প্রতারক পালাতে যায়। তখনই তাকে সিভিক ভলান্টিয়াররা ধরে ফেলে। সালানপুর থানার পুলিশ ওই প্রতারককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

আরও পড়ুন:বেআইনিভাবে বাড়িতে মজুত প্রায় 73টি গ্যাস সিলিন্ডার, গ্রেফতার 1

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details