দুর্গাপুর, 9 জুলাই : কাঁকসায় ব্যক্তিকে কাঠ দিয়ে পিটিয়ে মারার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে । গৌতম মিস্ত্রি (45) নামের ওই ব্যক্তি কয়েকদিন আগেই বাড়ি ফিরেছিলেন বলে জানান তাঁর ভাই । এই দিকে গৌতমের বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ । সে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন ছোটো ছেলে তপন ।
কাঁকসা দুই নম্বর কলোনির বাসিন্দা গৌরাঙ্গ মিস্ত্রি । তাঁর সঙ্গেই থাকেন ছোটো ছেলে তপন । যদিও গৌতম থাকতেন বীরভূমের বোলপুরে । কিছুদিনই হয়েছে বাড়ি ফিরেছিলেন তিনি । গতরাতে কিছুক্ষণ সময় তপন বাড়ির বাইরে ছিলেন । ফিরে দেখেন দাদার রক্তাক্ত দেহ বাড়ির উঠানে পড়ে আছে । গৌরাঙ্গ মানসিক ভারসাম্যহীন ।
গতরাতে গৌতমের চিৎকার শুনতে পায় স্থানীয়রা । তাঁদের বাড়িতে ছুটে গিয়ে দেখেন, মেঝেতে লুটিয়ে পড়েছেন গৌতম । রক্তাক্ত দেহ । তখনও তাঁকে কাঠ দিয়ে পিটিয়ে চলেছে গৌরাঙ্গ বলে অভিযোগ করেন স্থানীয়রা । মাথার পিছনে আঘাত ছিল গৌতমের । প্রাথমিক তদন্তে উঠে এসেছে এই তথ্যই । পুলিশের প্রাথমিক অনুমান, গৌতমকে প্রথমে পিছন থেকেই আচমকা কাঠ দিয়ে মাথায় আঘাত করেছিল তাঁর বাবা । এরপর তিনি অচৈতন্য হয়ে পড়েন । কিন্তু তাঁকে আঘাত করা থামিয়ে দেয়নি গৌরাঙ্গ ।
কাঁকসা থানায় খবর দেওয়া হয় । কাঁকসা থানার পুলিশ রক্তাক্ত গৌতমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় । সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । আজ তাঁর দেহ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহাকুমা হাসপাতালে পাঠানো হবে । গৌরাঙ্গ মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়েছে । ঘটনায় আতঙ্কে এলাকার মানুষ । গৌরাঙ্গ মুক্তি পেলে আবার কারও জীবন যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের ।