দুর্গাপুর, 21 মে: সেনাকর্মীর পরিচয় দিয়ে প্রায় তিনমাস ধরে পরিবার নিয়ে ভাড়া বাড়িতে ছিল এক যুবক ৷ শনিবার গোপন সূত্রে খবর পেয়ে, দুর্গাপুরের বেনাচিতি সুভাষপল্লী এলাকার ওই বাড়িতে হানা দেয় দুর্গাপুর থানার পুলিশ ৷ সেখান থেকে হায়দার বেগু নামে ওই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ অভিযুক্তের কাছ থেকে ভুয়ো সেনাবাহিনীর পরিচয়পত্র, জওয়ানের পোশাক ও দু'টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷ বাড়ির মালিক ইতিমধ্যেই দুর্গাপুর থানায় এসে স্বীকার করেছেন, যে তাঁকে ওই যুবক সেনাকর্মী বলে পরিচয় দিয়েছিল ।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম হায়দার বেগু ৷ সে ছত্তিশগড়ের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ বেশ কিছুদিন ধরেই দুর্গাপুরের বেনাচিতি সুভাষপল্লী এলাকার একটি ভাড়া বাড়িতে থাকত ৷ নিজেকে সেনাকর্মী বলে পরিচয় দিয়ে বাড়ি ভাড়া নিয়েছিল ধৃত ৷ শনিবার এলাকায় হানা দিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ ৷ রবিবার তাকে আদালতে তোলা হলে সাতদিনের হেফাজত চেয়ে আবেদন করেছে পুলিশ । কী কারণে ধৃত ব্যক্তি ভুয়ো সেনাকর্মী পরিচয় দিয়ে ওই ভাড়া বাড়িতে ছিল সেইসব বিষয় খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে । তবে ধৃত যুবককে আদালতে নিয়ে যাওয়ার সময় সে জানায়, সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করার জন্যই সে এই সেনাবাহিনীর নকল পোশাক পরে নকল বন্দুক নিয়ে ভিডিয়ো করত ।