পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rape Accused Flee : পুলিশ হেফাজত থেকে পলাতক মেয়েকে ধর্ষণে অভিযুক্ত বাবা - man accused of rape of his daughter

পুলিশ হেফাজত থেকে পলাতক ধর্ষণে অভিযুক্ত ৷ অভিযুক্তের বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ ৷ পলাতক অভিযুক্তের খোঁজে শহর জুড়ে তল্লাশি ও নাকা চেকিং চলছে (Rape Accused Flee) ৷

Rape Accused Flee
পুলিশ হেফাজত থেকে পলাল মেয়েকে ধর্ষণে অভিযুক্ত

By

Published : Apr 30, 2022, 10:58 PM IST

আসানসোল, 30 এপ্রিল: স্বাস্থ্য পরীক্ষা করতে যাওয়ার সময় পুলিশের হেফাজত থেকে পালাল ধর্ষণে অভিযুক্ত ৷ শনিবার আসনসোল জেলা হাসপাতালে অভিযুক্তকে স্বাস্থ্য পরীক্ষা করতে নিয়ে যাচ্ছিল পুলিশ ৷ সেই সময়েই সুযোগ বুঝে পুলিশের চোখে ধুলো দিয়ে পালায় অভিযুক্ত (Rape Accused Flee)৷

পুলিশ সূত্রের খবর, মেয়েকে অপহরণ করে ঝাড়খন্ড নিয়ে গিয়ে, সেখানে ধর্ষণ করে অভিযুক্ত ৷ তদন্তে নেমে পুলিশ তাকে গ্রেফতার করেছিল ৷ শনিবার অভিযুক্তকে আসানসোল জেলা হাসপাতালে তোলার দিন ছিল ৷ তাই তার স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ৷ সেই সময়েই অভিযুক্ত পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত ৷

আরও পড়ুন:Rape Allegation Against Police Constable : গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার পুলিশ কনস্টেবল

অভিযুক্তের খোঁজে আসানসোলের বিভিন্ন জেলা,পার্শ্ববর্তী রাজ্য ও ঝাড়খন্ড সীমান্তে নাকা চেকিং আরও কড়া করা হয়েছে । পাশাপাশি বাসস্ট্যান্ড, স্টেশন-সহ শহর জুড়ে চলছে তল্লাশি ।

ABOUT THE AUTHOR

...view details