পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Paschim Bardhaman TMC Meeting : পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের সম্ভবনা মমতার, হতে পারে সাংগঠনিক রদবদল

দুর্গাপুর সার্কিট হাউসে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee will Hold Meeting With Paschim Bardhaman TMC Leadership) ৷ তৃণমূল সূত্রে খবর, ওই বৈঠকে পশ্চিম বর্ধমানের সাংগঠিনক রদবদলের সম্ভাবনা রয়েছে ৷ পাশাপাশি, আসানসোল পৌরনিগমের পূর্ণাঙ্গ বোর্ড গঠন এবং আসন্ন দুর্গাপুর পৌরনিগমের ভোট নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে ৷

Durgapur News
পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠকের সম্ভবনা মমতার

By

Published : May 29, 2022, 11:51 AM IST

দুর্গাপুর, 29 মে : 31 মে পুরুলিয়া ও 1 জুন বাঁকুড়া সফরে যাবেন মুখমন্ত্রী l তার আগে আজ দুর্গাপুরে আসছেন তিনি ৷ সেখানেই দুর্গাপুর সার্কিট হাউসে রাতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, সার্কিট হাউসে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি (Mamata Banerjee will Hold Meeting With Paschim Bardhaman TMC Leadership) ৷ যেখানে আসানসোল পৌরনিগমের পূর্ণাঙ্গ পৌরবোর্ড গঠন নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে ৷ সেই সঙ্গে পশ্চিম বর্ধমানে তৃণমূলের জেলা কমিটিকে নতুন করে তৈরি পারেন বলে খবর ৷

ফেব্রুয়ারি মাসে আসানসোল পৌরনিগমের ভোট সম্পন্ন হয়ে গিয়েছে ৷ যেখানে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতায় জেতার পর বিধান উপাধ্যায় মেয়র পদে শপথও নিয়েছেন ৷ কিন্তু পূর্ণাঙ্গ বোর্ড এখনও গঠন করা হয়নি ৷ মেয়র বিধান উপাধ্যায়ের উপর এ নিয়ে লাগাতার চাপ তৈরি করছে বিরোধীদল বিজেপি ৷ এই পরিস্থিতিতে পুরুলিয়া ও বাঁকুড়ায় তিনদিনের জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী ৷ তার আগে দুর্গাপুরে আজ রাতে থাকবেন তিনি ৷ তৃণমূল সূত্রে খবর, দুর্গাপুর সার্কিট হাউসে পশ্চিম বর্ধমান জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী ৷ সেই বৈঠকেই আসানসোল পৌরনিগমের পূর্ণাঙ্গ বোর্ড গঠন নিয়ে আলোচনা হতে পারে ৷ মেয়র পারিষদ হিসাবে কারা নির্বাচিত হবেন ? তা ঠিক করে দেবেন মুখ্যমন্ত্রী ৷

এই মুহূর্তে পশ্চিম বর্ধমানে তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি পদে রয়েছেন বিধান উপাধ্যায় ৷ তৃণমূল সূত্রে খবর, তাঁকে সেই পদ থেকে সরিয়ে দিতে পারেন দলনেত্রী ৷ সেই জায়গায় পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে দায়িত্ব দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সম্প্রতি আসানসোল পৌরনিগম নির্বাচন এবং আসানসোল লোকসভা উপনির্বাচনে তাঁর সাংগঠনিক কাজে তৃণমূল সুপ্রিমো নাকি বেশ খুশি হয়েছেন ৷ তাঁর সাংগঠনিক দক্ষতার কারণেই নরেন্দ্রনাথ চক্রবর্তীকে পশ্চিম বর্ধমানের সভাপতি করতে পারেন মমতা ৷ নরেন্দ্রনাথ চক্রবর্তী আবার মন্ত্রী মলয় ঘটকের অত্যন্ত ঘনিষ্ঠও ৷ সেই ঘনিষ্ঠতাও এই জেলার দায়িত্ব পেতে পাণ্ডবেশ্বরের বিধায়ককে সাহায্য করেছে বলে মনে করছে রাজনৈতিকমহল ৷

আরও পড়ুন : ব্লক স্তরে তৃণমূলের রূপান্তরে শুদ্ধিকরণে জোর, অভিযোগহীন নেতাদের বাছবেন অভিষেক

অন্যদিকে, আগামী অগস্ট মাসে দুর্গাপুর পৌরনিগমের মেয়াদ শেষ হচ্ছে ৷ তার পরেই নির্বাচন (Durgapur Municipal Corporation Election) ৷ তৃণমূল সূত্রে খবর, সেই প্রস্তুতিও শুরু করে দিতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানা গিয়েছে, দুর্গাপুর পৌরনিগম ভোটের দায়িত্ব মলয় ঘটকের নেতৃত্বে নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বিধান উপাধ্যায়কে দিতে পারেন তৃণমূল সুপ্রিমো ৷ যাতে দুর্গাপুর ফের একবার বিপুল ভোটে জিতে তৃণমূল বোর্ড গঠন করতে পারে ৷

আরও পড়ুন :'বিচারব্যবস্থায় দু-একজন এমন আছেন যাঁরা যোগসাজশ করে তল্পিবাহক হিসেবে কাজ করছেন', বিস্ফোরক অভিষেক

প্রার্থী বাছাই নিয়ে ওই বৈঠকে আলোচনা হতে পারে বলে জেলা তৃণমূল সূত্রে খবর ৷ আর এই প্রার্থী বাছাই নিয়ে জেলার নেতৃত্বকে বার্তাও দিতে পারেন মমতা ৷ কারণ, গত পৌরসভা নির্বাচনে প্রার্থীতালিকা প্রকাশের পর নিচুতলার কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছিল ৷ শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করেছিল তৃণমূলের নিচুতলার কর্মীরা ৷ প্রায় অধিকাংশ পৌরসভায় স্বজনপোষণের অভিযোগ উঠেছিল ৷ এমনকি নির্দল প্রার্থী হিসাবে মনোয়ন জমা পড়েছিল ৷ এক্ষেত্রে যাতে তা না হয়, সেটাই নিশ্চিত করতে চাইবেন তৃণমূল সুপ্রিমো ৷ তাই দুর্গাপুর সার্কিট হাইসে পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা নেতৃত্বের সঙ্গে আজকের সম্ভাব্য এই বৈঠকের দিকে নজর থাকবে রাজনৈতিকমহলের ৷

ABOUT THE AUTHOR

...view details