পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

খুব খারাপ হলেও 38 আসন পাবই : দেব - tmc

সপ্তদশ লোকসভা নির্বাচনে তৃণমূল স্লোগান তুলেছে 42 শে 42 চাই। কিন্তু, দেব বলছেন খুব খারাপ হলে ৩৮টি পাব।

দেব

By

Published : Apr 24, 2019, 8:53 AM IST

Updated : Apr 24, 2019, 10:15 AM IST

দুর্গাপুর, 24 এপ্রিল : আমি মানুষের যা ঢল দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে আমরা ৪২-এ ৪২-ই পাব । খুব খারাপ হলে ৩৮টি আসবে । গতকাল বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডাঃ মমতাজ সংঘমিতার সমর্থনে একটি জনসভায় একথা বললেন দেব ।

ভিডিয়োয় শুনুন দেবের বক্তব্য

গতকাল ডাঃ মমতাজ সংঘমিতার সমর্থনে পানাগড় বাজারে মিত্র সংঘ ময়দানে সভা করেন ঘাটালের বিদায়ি সাংসদ দেব । উপস্থিত ছিলেন প্রার্থী ডাঃ মমতাজ সংঘমিতা, অরূপ বিশ্বাসসহ তৃণমূলের অন্য নেতারা । গতকাল শেষ হয়েছে তৃতীয় দফার নির্বাচন । ইতিমধ্যে তৃণমূল সুপ্রিমো স্লোগান তুলেছেন, "1426, 42-এ 42 ।" গতকাল এবিষয়ে দেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি দু'রকম চিত্র দেখতে পাচ্ছি । খবরের পাতায় অন্য রকমের খবর দেখাচ্ছে । কিন্তু, আমি গ্রামে গ্রামে যাচ্ছি । যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের ঢল । মনে হচ্ছে আমরা ৪২-এ ৪২ ই পাব । এবার লোকসভা নির্বাচনের ফলাফল যদি অন্যরকম হয় তাহলে আমি এই ফলাফল থেকে কিছু শিখব ।"

নরেন্দ্র মোদি আবার কি ক্ষমতায় ফিরবেন ? এবিষয়ে দেব বলেন, "দিদি বা দাদা যেই থাকুক না কেনও দেশে যেন উন্নয়ন হয়। দেশের মানুষ উন্নয়ন দেখতে পাক। মানুষ যে সমস্যার সম্মুখীন হচ্ছে সেগুলির সমাধান হোক ।"

এবিষয়ে পশ্চিম বর্ধমান জেলার BJP সভাপতি লক্ষ্মণ ঘোড়ুই বলেন, "দেব সহজ সরল তাই ৪২ বলতে পারেনি । ও জানে ৩৮-এর চেয়েও অনেক কম আসন পাবে তৃণমূল । কিন্তু, বেচারা ভয়ে বলতে পারেনি ।"

Last Updated : Apr 24, 2019, 10:15 AM IST

ABOUT THE AUTHOR

...view details