পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আসানসোলে 2টি সেফ হোমের উদ্বোধন করলেন মলয় ঘটক - Malay Ghatak inaugrates 2 safe home

মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, এই সেফ হোমে অক্সিজেন, রোগীদের খাওয়া-দাওয়া এবং চিকিৎসার ব্যবস্থা থাকবে । সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যবস্থা করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে । পাশাপাশি এদিন 6টি অ্যাম্বুলেন্স প্রদান করা হয় ।

আসানসোলে 2টি সেফহোমের উদ্বোধন করলেন মলয় ঘটক
আসানসোলে 2টি সেফহোমের উদ্বোধন করলেন মলয় ঘটক

By

Published : May 22, 2021, 9:55 PM IST

আসানসোল, 22 মে : পশ্চিম বর্ধমান জেলার করোনা পরিস্থিতির উপর লক্ষ্য রেখে আসানসোলে দু‘টি সেফ হোম তৈরি করা হল । আসানসোলের সেন্ট জোসেফ স্কুল এবং লরেটো কনভেন্ট স্কুলে সেফ হোম দুটি করা হয়েছে । মোট 100 শয্যাবিশিষ্ট এই দুটি সেফ হোমের উদ্বোধন করলেন রাজ্যের আইন ও পূর্ত বিভাগের মন্ত্রী মলয় ঘটক । আজ এই দু‘টি সেফ হোমের উদ্বোধন হয় ।

মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, এই সেফ হোমে অক্সিজেন, রোগীদের খাওয়া-দাওয়া এবং চিকিৎসার ব্যবস্থা থাকবে । সম্পূর্ণ বিনামূল্যে এই ব্যবস্থা করা হবে রাজ্য সরকারের পক্ষ থেকে । পাশাপাশি এদিন 6টি অ্যাম্বুলেন্স প্রদান করা হয় । বিভিন্ন সংস্থার প্রদান করা এই অ্যাম্বুলেন্সগুলি দুটি আসানসোল পৌরনিগমকে, দুটি দুর্গাপুর পৌরনিগমকে এবং দুটি জেলা স্বাস্থ্য বিভাগের হাতে তুলে দেওয়া হয় । এই অ্যাম্বুলেন্সগুলিতে শুধুমাত্র করোনা রোগী নিয়ে আসা হবে ।

সেফহোম উদ্বোধনের পর কী বললেন মলয় ঘটক, শুনে নিন...

আরও পড়ুন,সৌরশক্তি চালিত পাম্পে সবুজ বিপ্লব কাঁকসায়

মলয় ঘটক বলেন "এই রাজ্যে যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোভিডের সঙ্গে মোকাবিলা করছে অন্য রাজ্যগুলিতে তা হচ্ছে না । তাই উত্তরপ্রদেশে কিংবা বিহারে নদীতে ভাসছে মৃতদেহ । এমন ঘটনা এই রাজ্যে হয়নি এবং আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই লড়াইয়ে সবসময় পাশে আছি ।"

ABOUT THE AUTHOR

...view details