পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গণধর্ষণ করে খুন করা হয়েছে কিশোরীকে, দাবী বিজেপির - investigation of a teenage girls murder

ওই কিশোরীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ যে কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয় । যদিও ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ । পুলিশের পক্ষ থেকে আরও দাবী করা হয় যে মৃতার বয়স 18 এর বেশি এবং ময়নাতদন্তের রিপোর্টে অনুযায়ী বিষক্রিয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে ।

a
aa

By

Published : Jan 10, 2021, 10:30 PM IST

দুর্গাপুর, 10 জানুয়ারি : শুক্রবার রাতে দুর্গাপুরের নিউটাউনশিপ থানার এক কিশোরীর দেহ স্থানীয় একটি ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় । ওই কিশোরীকে খুনের অভিযোগে গ্রেপ্তার করা হয় স্থানীয় রাকেশ বাউরি নামের এক যুবককে । এদিকে ওই কিশোরীকে গণধর্ষণ করা হয়েছে বলে থানায় বিক্ষোভ দেখায় মহিলা মোর্চা ।

ওই কিশোরীর পরিবার ও স্থানীয়দের অভিযোগ যে কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয় । যদিও ময়নাতদন্তের রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলেনি বলে জানিয়েছে পুলিশ । পুলিশের পক্ষ থেকে আরও দাবী করা হয় যে মৃতার বয়স 18 এর বেশি এবং ময়নাতদন্তের রিপোর্টে অনুযায়ী বিষক্রিয়ার কারণে তাঁর মৃত্যু হয়েছে ।

এদিকে ওই কিশোরীর বাবা ও দাদা থাকলেও তার এক আত্মীয়কে দিয়ে থানায় লিখিত অভিযোগ জানানো হয় । যে অভিযোগে দাবী করা হয়েছে রাকেশের সাথে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক বহুদিনের ।

আরও পড়ুন দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত

কিন্তু বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে অভিযুক্তর বাবা সক্রিয় তৃণমূল কর্মী তাই সত্য ঘটনাকে আড়াল করা হচ্ছে । রবিবার বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে মিছিল করে নিউটাউনশিপ থানার সামনে বিক্ষোভ দেখানো হয় । বিজেপির মহিলা মোর্চার নেত্রীদের অভিযোগ যে ওই কিশোরীর প্রকৃত বয়স ১৮ বছরের কম হলেও পুলিশ তাঁকে ১৮ বছর দেখাতে চাইছে।

সঠিক তদন্তের দাবিতে বিক্ষোভ দেখায় মহিলা মোর্চা

এছাড়াও অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার হয় ওই কিশোরির দেহ , সে গণধর্ষণের শিকার বলেও অভিযোগ গেরুয়া শিবিরের মহিলা নেত্রীদের । তাই ওই কিশোরীর বাবাকে দিয়ে নতুন করে লিখিত অভিযোগ নেওয়া এবং প্রকৃত সত্য মানুষের সামনে আনার দাবীতে রবিবার নিউটাউনশিপ থানার সামনে বিক্ষোভ দেখায় মহিলা মোর্চা ।

ABOUT THE AUTHOR

...view details