আসানসোল, 25 ফেব্রুয়ারি: মোটর সাইকেল নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল দুই মাধ্যমিক পরীক্ষার্থী । ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার কেন্দা এলাকায় । কেন্দা হাইস্কুলে মাধ্যমিকের সিট পড়েছিল ওই দুই ছাত্রের । পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগেই তাদের বাইকের সঙ্গে অন্য একটি বাইকের সংঘর্ষ হয় । আহত দুই ছাত্র প্রথমে পরীক্ষা কেন্দ্রে যায় । পরে তাদের জামুড়িয়ার বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর এক ছাত্র পরীক্ষা দিতে পারলেও, অন্যজন বমি করতে শুরু করে । তখন তাকে তড়িঘড়ি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় । ওই ছাত্র শেষ পর্যন্ত পরীক্ষা দিতে পারেনি (Madhyamik examinees meet with road accident) ।
জামুড়িয়ার পরাশিয়া কোলিয়ারির দুই ছাত্র মনীশকুমার তিওয়ারি এবং শেখ শাহনওয়াজ মোটর সাইকেল নিয়ে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিল শনিবার । এদিন ভুগোল পরীক্ষা ছিল । তাদের পরীক্ষা কেন্দ্র ছিল কেন্দা হাইস্কুল । ওই হাইস্কুলে পৌঁছনোর আগে মনীশ এবং শাহনওয়াজের বাইকের সঙ্গে অন্য একটি বাইকের সংঘর্ষ হয় । ছিটকে পড়ে মনীশ ও শাহনওয়াজ । দু'জনেরই অল্বিস্তর চোট লাগে । শাহনওয়াজের নাক দিয়ে রক্ত পড়তে থাকে । প্রথমে তাদের পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া হলেও, ওই দুই ছাত্রের অবস্থা দেখে তাদের শিক্ষকরা দু'জনকে জামুড়িয়ার বাহাদুরপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান । সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্বাস্থ্যকেন্দ্রে বসেই পরীক্ষা দেয় শেখ শাহনওয়াজ ।