দুর্গাপুর, 25 মার্চ:"23 মাস ধরে কেস চলার পর চার্জশিটে লেখা থাকে বাহুবলী, প্রভাবশালী, শক্তিশালী, কিন্তু চার্জশিটে আমি চোর নই । আমি গন্ধমদন পাহাড় তুলতে পারি ৷" এভাবেই নিজেকে হনুমানের সঙ্গে তুলনা করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র ৷ শনিবার সন্ধ্যায় তিনি দুর্গাপুর থেকে বিরোধীদেরও নিশানা করেন (Madan Mitra comments) ৷
তবে নিয়োগ দুর্নীতি নিয়ে এদিন মদন মিত্রকে প্রশ্ন করা হলে তিনি তা সুকৌশলে এড়িয়ে যান ৷ দুর্গাপুর সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে এদিন সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর পড়ুয়াদের আবদারে সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে 'দে দে পাল তুলে দে' গান করে মঞ্চও মাতালেন মদন মিত্র ।
অনুব্রত মণ্ডলহীন বীরভূম জেলার সংগঠনের দায়িত্ব যদি তাঁকে দেওয়া হয় তাহলে বীরভূমে সাংগঠনিক কাজকর্ম দেখভালের দায়িত্ব তিনি নিতে পারেন বলে কয়েকদিন আগেই সংবাদমাধ্যমের সামনে দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক । কিন্তু সদ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব এবং বীরভূম জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পর অনুব্রত মণ্ডলকেই জেলা সভাপতি পদে বহাল রাখার সিদ্ধান্ত নেন ৷ একই সঙ্গে নতুন করে বেশ কয়েকজন নেতাকে বীরভূম জেলার সাংগঠনিক কাজকর্ম দেখভালের দায়িত্ব দেন তৃণমূল নেত্রী ।