দুর্গাপুর, 23 নভেম্বর: এলপিজি সিলিন্ডার তৈরীর সময় অগ্নিকাণ্ড। গুরুতর জখম 3 শ্রমিক। বুধবার রাতে দুর্গাপুরের করঙ্গোপাড়ার একটি বেসরকারি কারখানায় এলপিজি সিলিন্ডার তৈরির সময় গ্যাসের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন। প্রায় চল্লিশ মিনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন ।
সূত্রের খবর, সিলিন্ডার তৈরীর জন্য দাহ্য পদার্থ থাকায় আগুন বেশ ছড়িয়ে পড়েছিল। তবে দ্রুত দমকল কর্মীরা চলে আসায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন তিন কর্মী। তিনজনকে উদ্ধার করে ভর্তি করা হয় রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে । এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কারখানা চত্বরে । গ্যাস পাইপ লাইনে লিকেজ থাকার ঘটনায় এই কারখানায় শ্রমিক নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে । বিপজ্জনক কাজের ক্ষেত্রে কেন নিয়মিত পাইপ লাইন পরীক্ষা নীরিক্ষা হয়না তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই ।