দুর্গাপুর, 24 জুন : চুরি করা বালিবোঝাই লরি আটক করলেন দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলে। দুর্গাপুরের DVC মোড়ের ঘটনা। বালিবোঝাই একটি লরি দামোদরের নডিহার ঘাটের দিক থেকে আসছিল। দুর্গাপুরের মহকুমাশাসক অনির্বাণ কোলের গাড়ির সমানে লরিটি দাঁড়িয়ে পড়ে । লরিটি দু'পাশের ডালা ভেঙে বালি ঝরতে শুরু করে । চালক ও খালাসি লরি ছেড়ে পালিয়ে যায় । সেই সময় দুর্গাপুরের একটি বেসরকারি কারখানার অনুষ্ঠানে যোগ দিয়ে ফিরছিলেন অনির্বাণ কোলে ।
এদিকে মহকুমাশাসককে দেখেই ট্র্যাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা দুই সিভিক ভলান্টিয়ারও পালিয়ে যায়। মহকুমাশাসক গাড়ি থেকে নেমে কোকওভেন থানা, পরিবহন দপ্তর এবং ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকদের খবর দেন । পরে BLLRO ও পরিবহন দপ্তরের আধিকারিকদের আলাদা করে এই গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি ।