কুলটি, 27 অক্টোবর: ভূ-ভারতে যা নেই তা রয়েছে এই বাংলায় । এমন গর্বের উদাহরণ ভুড়ি ভুড়ি । বাংলার গরিমা সারা দেশের কাছেই ঈর্ষাজনক । কিন্তু এমনও কিছু বিষয় এখানে আছে যা ভিন রাজ্যের কাছে বাংলাকে অন্যরূপে বা কিছুটা খারাপ রূপেই তুলে ধরছে বলা যায় ৷ সেগুলিরই একটি হল 'ডান্ডা ট্যাক্স' ৷ ভিন রাজ্য থেকে আসা পণ্যবাহী লরির চালকদের কাছে যদি জানতে চান, তারা একরাশ ক্ষোভ উগড়ে জানাবেন, দেশের কোনও রাজ্যে যা লাগে না, তা বাংলায় লাগে । আর সেটা হল ডান্ডা ট্যাক্স (Danda tax of Bengal) । বাংলা-ঝাড়খন্ড সীমান্তে (Bengal Jharkhand border) এই ডান্ডা ট্যাক্সকে ঘিরে গড়ে উঠেছে বিরাট দালাল চক্র ।
বাংলা-ঝাড়খন্ড সীমান্তে ডুবুরডি চেকপোস্ট পেরিয়েই রয়েছে রামপুর চেকপোস্ট (Rampur MV Check post)। মূলত এটিই এমভিআই চেকপোস্ট বলে পরিচিত । এলাকায় গেলেই সমস্ত গুমটি, দোকান, হোটেল সব জায়গায় লেখা আছে 'ডান্ডা ট্যাক্স করাতে যোগাযোগ করুন' । দেওয়া আছে ফোন নম্বরও । আসলে গোটা এলাকাতেই গড়ে উঠেছে এই দালাল চক্র । কী এই ডান্ডা ট্যাক্স ? পরিষ্কারভাবে কোনও প্রশাসনিক আধিকারিক বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি । তবে যেটা জানা গিয়েছে, এ রাজ্যে ঢুকতে একটি বিশেষ ধরনের ট্যাক্স দিতে হয় । ভিন রাজ্যের পণ্যবাহী লরিগুলিকে। যেটাকে স্থানীয় ভাষায় 'ডান্ডা ট্যাক্স' বলে (Danda Tax)।
আরও পড়ুন: ভাইফোঁটা না পেলেও জেলেই ফ্রায়েড রাইস-চিলি চিকেনে মজলেন কেষ্ট