পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সামাজিক দূরত্ব অমান্য, রানিগঞ্জে ব্যাঙ্কের সামনে লম্বা লাইন - CORONAVIRUS

সামাজিক দূরত্ব না মেনেই রানিগঞ্জের একাধিক ব্যাঙ্কের সামনে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা । পুলিশ গিয়ে বললেও কাজের কাজ হচ্ছে না । ভীত ব্যাঙ্ক কর্মীরা ।

RANIGANJ
RANIGANJ

By

Published : Apr 8, 2020, 6:57 PM IST

রানিগঞ্জ, 8 এপ্রিল: গোটা দেশে লকডাউন কার্যকর হয়েছে এক সপ্তাহের বেশি । দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । কিন্তু এখনও সচেতন হয়ে উঠতে পারল না সাধারণ মানুষ । একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সামনে ভিড় দেখলেই এই সত্যিটা আঁচ করা যায় । বুধবার পশ্চিম বর্ধমানের রানিগঞ্জেও সেরকমই কিছু ছবি চোখে পড়ল ।

একাধিক ব্যাঙ্কের সামনে সকাল থেকেই লাইন পড়ে যাচ্ছে । বেলা বাড়তে ভিড়ও বাড়ছে । সামাজিক দূরত্বের বালাই নেই । গা ঘেঁষাঘেঁষি করেই দাঁড়িয়ে গ্রাহকরা । অনেকের মুখে মাস্ক পর্যন্ত নেই । এই নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বারবার বললেও সেই কথায় কর্ণপাত করার প্রয়োজন মনে করেন না গ্রাহকরা । খবর পেয়ে পুলিশ গিয়ে ধমক দিতে কিছুটা কাজ হয় । তবে পুলিশ চলে যেতেই ফের সেই একই চিত্র । লকডাউন চললেও কেন্দ্র সরকার ব্যাঙ্ক খুলে রাখার নির্দেশ দিয়েছে । প্রতিদিন খোলা থাকছে ব্যাঙ্ক । তারপরও কোরোনা আতঙ্কের মধ্যে কেন এভাবে ভিড় জমাচ্ছে গ্রাহকরা, ভেবে কুল পাচ্ছেন না ব্যাঙ্ক কর্মীরা ।

এই বিষয়ে এক ব্যাঙ্ক আধিকারিক জানান, "আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেছি । কিন্তু মানুষ সচেতন নয় । দেশে ও রাজ্যে কোরোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে । এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে সামাজিক দূরত্ব তৈরি করা ছাড়া আর কোনও উপায় নেই তা বারবার বুঝিয়ে দেওয়া হলেও মানুষ সচেতন হচ্ছে না ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details