রানিগঞ্জ, 8 এপ্রিল: গোটা দেশে লকডাউন কার্যকর হয়েছে এক সপ্তাহের বেশি । দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । কিন্তু এখনও সচেতন হয়ে উঠতে পারল না সাধারণ মানুষ । একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সামনে ভিড় দেখলেই এই সত্যিটা আঁচ করা যায় । বুধবার পশ্চিম বর্ধমানের রানিগঞ্জেও সেরকমই কিছু ছবি চোখে পড়ল ।
সামাজিক দূরত্ব অমান্য, রানিগঞ্জে ব্যাঙ্কের সামনে লম্বা লাইন - CORONAVIRUS
সামাজিক দূরত্ব না মেনেই রানিগঞ্জের একাধিক ব্যাঙ্কের সামনে ভিড় জমাচ্ছেন গ্রাহকরা । পুলিশ গিয়ে বললেও কাজের কাজ হচ্ছে না । ভীত ব্যাঙ্ক কর্মীরা ।
একাধিক ব্যাঙ্কের সামনে সকাল থেকেই লাইন পড়ে যাচ্ছে । বেলা বাড়তে ভিড়ও বাড়ছে । সামাজিক দূরত্বের বালাই নেই । গা ঘেঁষাঘেঁষি করেই দাঁড়িয়ে গ্রাহকরা । অনেকের মুখে মাস্ক পর্যন্ত নেই । এই নিয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বারবার বললেও সেই কথায় কর্ণপাত করার প্রয়োজন মনে করেন না গ্রাহকরা । খবর পেয়ে পুলিশ গিয়ে ধমক দিতে কিছুটা কাজ হয় । তবে পুলিশ চলে যেতেই ফের সেই একই চিত্র । লকডাউন চললেও কেন্দ্র সরকার ব্যাঙ্ক খুলে রাখার নির্দেশ দিয়েছে । প্রতিদিন খোলা থাকছে ব্যাঙ্ক । তারপরও কোরোনা আতঙ্কের মধ্যে কেন এভাবে ভিড় জমাচ্ছে গ্রাহকরা, ভেবে কুল পাচ্ছেন না ব্যাঙ্ক কর্মীরা ।
এই বিষয়ে এক ব্যাঙ্ক আধিকারিক জানান, "আমরা সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বলেছি । কিন্তু মানুষ সচেতন নয় । দেশে ও রাজ্যে কোরোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে । এই ভাইরাসের প্রকোপ ঠেকাতে সামাজিক দূরত্ব তৈরি করা ছাড়া আর কোনও উপায় নেই তা বারবার বুঝিয়ে দেওয়া হলেও মানুষ সচেতন হচ্ছে না ।"