পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Locket Chatterjee attacks Mamata Banerjee: নারী নির্যাতন ইস্যুতে লকেটের নিশানায় মুখ্যমন্ত্রী - দুর্গাপুর

দলীয় কর্মসূচিতে যোগ দিতে দুর্গাপুর এসেছেন লকেট চট্টোপাধ্য়ায় ৷ মুখ্যমন্ত্রীকে নিশানা করে কী বললেন তিনি (Locket Chatterjee attacks Mamata Banerjee) ?

Locket Chatterjee attacks Mamata Banerjee over Crime Against Women in West Bengal
ফাইল ছবি

By

Published : Jan 20, 2023, 6:20 PM IST

দুর্গাপুরে লকেট চট্টোপাধ্য়ায়

দুর্গাপুর, 20 জানুয়ারি: দলের কাজে দুর্গাপুরে এসে নারী নির্যাতন (Crime Against Women) নিয়ে সরব হলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ৷ এই ইস্যুতে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি (Locket Chatterjee attacks Mamata Banerjee) ৷ জানিয়েছেন, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে (WB Panchayat Election 2023) নারী নির্যাতন তাঁদের দলের অন্যতম ইস্যু হতে চলেছে ৷

শুক্রবার দুর্গাপুরে আয়োজিত বিজেপির প্রদেশ কার্যকারিণী বৈঠকে যোগ দিতে আসেন লকেট ৷ এদিন বিকেল 3টে নাগাদ দুর্গাপুরের একটি হোটেলে এই বৈঠকের আয়োজন করা হয় ৷ গেরুয়াশিবিরের এই কর্মসূচি চলবে দু'দিন ৷ সেই বৈঠকে যোগ দেওয়ার আগেই সাংবাদিকদের মুখোমুখি হন লকেট ৷ নারী নির্যাতন ইস্যুতে বলেন, "রাজ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী আছেন ৷ অথচ, মহিলারাই অন্য়ায়ের বিচার পাচ্ছেন না ৷ আর অপরাধীরা তৃণমূলে নাম লিখিয়ে বুক চিতিয়ে ঘুরে বেড়াচ্ছে ৷ মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বারবার এমন ঘটনা ঘটেছে ৷ কামদুনি, কাকদ্বীপ কিংবা জলপাইগুড়ি, সর্বত্রই বারবার এক ঘটনা ঘটতে দেখা গিয়েছে ৷"

আরও পড়ুন:'রানিগঞ্জে দিদির ভাইরা খুঁড়ে খুঁড়ে আপনার বাড়ির নীচে পৌঁছে গিয়েছেন !' তোপ দিলীপের

এদিকে, একের পর এক দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে আসছেন কেন্দ্রের প্রতিনিধিরা ৷ আবাস যোজনায় পরিদর্শনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ আগামী দিনে মিড ডে মিল নিয়েও তদন্ত করবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা ৷ প্রকল্প রূপায়নের খুটিনাটি খুঁটিয়ে দেখা হবে 100 দিনের কাজের ক্ষেত্রেও ৷ এ নিয়ে কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছেন রাজ্যের শাসকদলের নেতা-নেত্রীরা ৷ এ নিয়ে প্রশ্ন করা হলে পালটা আক্রমণের পথে হাঁটেন লকেট ৷ তাঁর বক্তব্য, রাজ্যে একের পর এক দুর্নীতি হচ্ছে ৷ তা নিয়ে তদন্ত করতেই হবে ৷ আগামী পঞ্চায়েত নির্বাচনে তাঁরা যে এই বিষয়গুলিকেও তুলে ধরবেন, তা স্পষ্ট ভাষায় জানান লকেট ৷

এদিকে, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কুন্তল ঘোষের পর শান্তনু বন্দ্য়োপাধ্য়ায় নামে আর এক তৃণমূল যুবনেতার বাড়িতে তল্লাশি চালিয়েছে ইডি ৷ এই প্রসঙ্গে লকেটের দাবি হল, দুর্নীতির শিকড় প্রকাশ্য়ে আসুক ৷ দোষীরা শাস্তি পাক ৷ কেন্দ্রীয় তদন্তে তেমনটা সম্ভব হবে বলেই আশা প্রকাশ করেছেন এই বিজেপি নেত্রী ৷

ABOUT THE AUTHOR

...view details