পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMC Party Office Vandalised: শ্রমিক মৃত্যুর ক্ষতিপূরণে বৈঠকের নামে 'সেটিং'! প্রতিবাদে ভাঙচুর তৃণমূল পার্টি অফিস

চাঙড় ভেঙে মৃত্যু হয়েছে শ্রমিকের ৷ ক্ষতিপূরণের জন্য তৃমমূলের দলীয় কার্যালয়ে বৈঠকে বসেন ঠিকাদার ৷ কিন্তু ক্ষতিপূরণ দিতে স্থানীয় নেতাদের সঙ্গে 'সেটিং' করার অভিযোগ স্থানীয়দের ৷ তারই প্রতিবাদে এই ভাঙচুর ৷

Etv Bharat
শ্রমিকের মৃত্যুতে তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর

By

Published : Jul 3, 2023, 2:36 PM IST

তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুরের ছবি ও প্রত্যক্ষদর্শীর বক্তব্য

আসানসোল, 3 জুলাই: পুরনো জরাজীর্ণ বাড়ি ভাঙতে গিয়ে ছাদের চাঙড় চাপা পড়ে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের । এই ঘটনার পরে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার ক্ষতিপূরণ দেওয়া নিয়ে তৃণমূলের একটি দলীয় অফিসে বসে নেতাদের সঙ্গে বৈঠক করছিলেন । আর তা দেখেই ক্ষোভে ফেটে পড়ল এলাকাবাসীরা । তৃণমূলের দলীয় অফিসে ঢুকে ব্যাপকভাবে ভাঙচুর চালানো হল । ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার ডামরা এলাকায় ।

জানা গিয়েছে, সোমবার আসানসোল দক্ষিণ থানার ডামরা এলাকায় একটি পুরনো জরাজীর্ণ বাড়ি ভাঙচুরের কাজ চলছিল । স্থানীয় এক ঠিকাদারের অধীনে কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক । বাড়ি ভাঙার সময় আচমটাই ছাদের চাঙড় ভেঙে পড়ে এক শ্রমিকের উপর । আর তাতেই চাপা পড়ে ওই শ্রমিক । এলাকাবাসীরা চাঙড় সরিয়ে শ্রমিককে উদ্ধার করলে ততক্ষণে তার মৃত্যু হয় । মৃত শ্রমিকের নাম তিলা মুর্মু (45)। এরপর মৃতদেহ রেখে ক্ষতিপূরণের দাবি জানায় এলাকাবাসীরা । কিন্তু অভিযুক্ত ঠিকাদার তৃণমূলের দলীয় অফিসে বিষয়টি নিয়ে বৈঠকের নামে 'সেটিং' করছে বলে অভিযোগ ওঠে ।

স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তোলেন কেনই বা ক্ষতিপূরণের আলোচনা তৃণমূলের পার্টি অফিসের ভিতরে হবে যা হওয়ার পাড়ার মাঝেই হোক । কিন্তু তারপরেও ঠিকাদার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক ছেড়ে বেরিয়ে আসেনি । আর এতেই ঘৃতাহুতি পড়ে । উত্তেজিত জনতা তৃণমূল দলীয় অফিসের ভিতরে ঢুকে ব্যাপক ভাঙচুর শুরু করে । ভয়ে পালায় ঠিকাদার ও তৃণমূল নেতারা । স্থানীয় বাসিন্দাদের বক্তব্য গরিব মানুষের দুর্ঘটনায় প্রাণ গিয়েছে, তার জন্য ঠিকাদারকে ক্ষতিপূরণ দিতে হবে । সেই ক্ষতিপূরণ তিনি মৃতের পরিবারের সঙ্গে আলোচনা করে করতে পারতেন । কিন্তু দলীয় নেতারা কেন এ ব্যাপারে নাক গলাবে ? আর তাই যত ক্ষোভ গিয়ে পড়ে তৃণমূল পার্টি দলীয় অফিসের উপরে । চেয়ার টেবিল-সহ অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করা হয় ।

আরও পড়ুন : বারাবনিতে স্কুল চত্বর সংলগ্ন এলাকার মাঠে ধস, বন্ধ পঠনপাঠন

আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ঠিকাদারকে নিয়ে এসে দু'পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে ক্ষতিপূরণের বিষয়টি দেখা হচ্ছে । পাশাপাশি এই ঘটনা কেন ঘটল তাতে ঠিকাদারের কোনও গাফিলতি আছে কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details