পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাউন্সিলর খুনের প্রতিবাদ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের - TMC

আজ সকালে কাউন্সিলরের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা ৷ দাবি, দোষীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত এই বিক্ষোভ চলবে ৷

রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

By

Published : Aug 25, 2019, 12:01 PM IST

কুলটি, 25 অগাস্ট : তৃণমূল কাউন্সিলর খুনের প্রতিবাদে আজ সকালে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালে কুলটির মনবেড়িয়া এলাকার বাসিন্দারা । পাশাপাশি GT রোড অবরোধ করে বিক্ষোভ দেখান তাঁরা ৷ দাবি, দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ৷

বিক্ষোভ স্থানীয়দের


গতরাতে বরাকরের মনবেড়িয়া এলাকায় দুষ্কৃতীদের গুলিতে খুন হন এক তৃণমূল কাউন্সিলর ৷ মৃতের নাম মহম্মদ খালিদ খান (40) । তিনি আসানসোল পৌরনিগমের 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন ৷ গতরাতে খাওয়াদাওয়ার পর বাড়ির সামনে হাঁটছিলেন তিনি । সেই সময় তিনজন দুষ্কৃতী বাইকে এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় । পা ও বুকে দুটি গুলি লাগে । রক্তাক্ত অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে ৷ সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । খালেদ খানের ভাই মহম্মদ আরমান খান অভিযোগ করেন, কোনও নিকট আত্মীয়ই এই খুনের সঙ্গে জড়িত ।

এই সংক্রান্ত আরও খবর : আসানসোলে খুন তৃণমূল কাউন্সিলর, গোষ্ঠীদ্বন্দ্ব নাকি পুরোনো শত্রুতা তদন্তে পুলিশ

আজ সকালে এই খবর ছড়িয়ে পড়তেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা ৷ তাঁদের দাবি, দোষীরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বিক্ষোভ চলবে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে যায় কুলটি থানার পুলিশ ৷ নামানো হয় কমব্যাট ফোর্স । পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details