পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Water Crisis at Andal: গরম পড়ার আগেই তীব্র জল সংকট, বিডিও অফিসে বিক্ষোভ স্থানীয়দের - Water Crisis Area in West Bengal

শীত-গ্রীষ্ম-বর্ষা, সারা বছরই জল সংকটের পরিস্থিতি অণ্ডাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুবচুড়িয়ার শিবমন্দির এলাকায় (Andal Water Crisis)৷ বারবার প্রশাসনকে জানিয়েও লাভ না হওয়ায় বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা ৷

Etv Bharat
অণ্ডালে জল সংকট নিয়ে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা

By

Published : Feb 2, 2023, 9:10 PM IST

অণ্ডালে জল সংকট নিয়ে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা

দুর্গাপুর, 2 ফেব্রুয়ারি: গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই অণ্ডালের খনি অঞ্চল ও শিল্পতালুকে পানীয় জলের অভাব দেখা দিয়েছে। যার জেরে সমস্যায় পড়েছেন অণ্ডাল ব্লকের অণ্ডাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুবচুড়িয়ার শিবমন্দির এলাকায় ৷ একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনও লাভ না হওয়ায় জলের দাবিতে বৃহস্পতিবার অণ্ডাল ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা (Locals Protest at BDO Office over Water Crisis)।

স্থানীয় বাসিন্দা শ্রাবণী ও মুনমুন চন্দ্ররা জানান, দুবচুড়িয়া গ্রামের শিবমন্দির পাড়া ও আশপাশের এলাকায় পাঁচ বছরের বেশি সময় ধরে পানীয় জলের সংকট রয়েছে । প্রথমত, এটি একটি শিল্প এলাকা ৷ এর আশেপাশে বড় বড় প্রকল্প তৈরি করা হচ্ছে । যেখানে সাবমার্সিবল পাম্প ব্যবহারের কারণে জলের স্তরও নেমে গিয়েছে ৷ এর ফলেই এলাকার কুয়ো-পুকুর সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে ৷ এই এলাকায় প্রায় শতাধিক পরিবারের বাস ৷ যাদের সবাই জল কষ্টে ভুগছেন দীর্ঘদিন ধরে ।

বিক্ষোভকারীরা জানান, রাজ্য সরকার প্রতিটি বাড়িতে পানীয় জল দেওয়ার কথা বলেছে । আমাদের এলাকায় জলের পাইপও বসানো হয়েছে কিন্তু সেই পাইপে নিয়মিত জল আসে না। মাঝে মাঝে এলেও জলের প্রেসার খুবই কম, যার কারণে অন্যান্য এলাকার মানুষ পাইপে মোটর পাম্প বসান । এতে কলের জল প্রায় বন্ধ হয়ে যায়। বারবার জানানো সত্ত্বেও প্রশাসন এ বিষয়ে কোনও ব্যবস্থা নিচ্ছে না । দুর্গাপুর পৌরনিগম প্রতি বছর জল কর নেয়। পানীয় জলের দাবিতে একাধিকবার একক ও যৌথভাবে নগর প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে ৷

আরও পড়ুন :লাহৌল স্পিতিতে তুষারপাতের জেরে পানীয় জলের সঙ্কট, জল আনতে পাড়ি 7 কিমি

কয়েকমাস আগে পানীয় জলের জন্য একটি ট্যাঙ্কার পাঠানো হয় ৷ পরে অজুহাত দেখিয়ে সেই সুবিধাও বন্ধ করে দেওয়া হয়। এখন নিত্য ব্যবহার্য পানীয় জল কিনতে হচ্ছে, যা সবার পক্ষে সম্ভব নয়। দৈনন্দিন প্রয়োজনে অন্য এলাকা থেকেও জল আনতে হয় প্রতিদিন ৷ এভাবে কি সম্ভব ? অণ্ডাল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে নেই ৷ তাঁর অনুপস্থিতিতে অভিযোগের অনুলিপি অন্য এক আধিকারিকের কাছে হস্তান্তর করা হয়েছে ৷

তবে শীঘ্রই এলাকা থেকে পানীয় জলের সংকট না মিটলে গ্রামবাসীরা সবাই মিলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন ৷ এই বিষয়ে শ্রাবণী ও মুনমুন চন্দ্র বলেন, "আমাদের এত জলের সংকট যে বাচ্চাদের স্কুলের পোশাক পরিষ্কার করতে পারছি না। যে কারণে বাচ্চারা স্কুলে পর্যন্ত বকা খাচ্ছে । দীর্ঘদিন ধরে এই সমস্যার মুখে পড়ে আজ আমরা বাধ্য হলাম অণ্ডালের বিডিও অফিস আসতে । এর আগে বহু আবেদন জমা দিলেও কেউ কোনও ব্যবস্থা নেননি । এবার আমরা বাধ্য হব আরও বৃহত্তর আন্দোলনে নামতে ।"

তবে দুবচুড়িয়া এলাকাটি দুর্গাপুর নগরনিগম ও অণ্ডাল গ্রাম পঞ্চায়েতের সীমান্তবর্তী এলাকা বলেই কি এত সমস্যা ? সমাধানে কারা এগিয়ে আসবে, নগর নিগম নাকি পঞ্চায়েত ? সেটাই এখন দেখার ৷

আরও পড়ুন :মুখ্যমন্ত্রীর আশংকা প্রকাশের দিনকয়েকের মধ্যে ধস অণ্ডালে, আতঙ্কে এলাকাবাসী

ABOUT THE AUTHOR

...view details