দুর্গাপুর, 2 ফেব্রুয়ারি: গ্রীষ্মকাল শুরু হওয়ার আগেই অণ্ডালের খনি অঞ্চল ও শিল্পতালুকে পানীয় জলের অভাব দেখা দিয়েছে। যার জেরে সমস্যায় পড়েছেন অণ্ডাল ব্লকের অণ্ডাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুবচুড়িয়ার শিবমন্দির এলাকায় ৷ একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও কোনও লাভ না হওয়ায় জলের দাবিতে বৃহস্পতিবার অণ্ডাল ব্লক অফিসে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা (Locals Protest at BDO Office over Water Crisis)।
স্থানীয় বাসিন্দা শ্রাবণী ও মুনমুন চন্দ্ররা জানান, দুবচুড়িয়া গ্রামের শিবমন্দির পাড়া ও আশপাশের এলাকায় পাঁচ বছরের বেশি সময় ধরে পানীয় জলের সংকট রয়েছে । প্রথমত, এটি একটি শিল্প এলাকা ৷ এর আশেপাশে বড় বড় প্রকল্প তৈরি করা হচ্ছে । যেখানে সাবমার্সিবল পাম্প ব্যবহারের কারণে জলের স্তরও নেমে গিয়েছে ৷ এর ফলেই এলাকার কুয়ো-পুকুর সম্পূর্ণ শুকিয়ে গিয়েছে ৷ এই এলাকায় প্রায় শতাধিক পরিবারের বাস ৷ যাদের সবাই জল কষ্টে ভুগছেন দীর্ঘদিন ধরে ।
বিক্ষোভকারীরা জানান, রাজ্য সরকার প্রতিটি বাড়িতে পানীয় জল দেওয়ার কথা বলেছে । আমাদের এলাকায় জলের পাইপও বসানো হয়েছে কিন্তু সেই পাইপে নিয়মিত জল আসে না। মাঝে মাঝে এলেও জলের প্রেসার খুবই কম, যার কারণে অন্যান্য এলাকার মানুষ পাইপে মোটর পাম্প বসান । এতে কলের জল প্রায় বন্ধ হয়ে যায়। বারবার জানানো সত্ত্বেও প্রশাসন এ বিষয়ে কোনও ব্যবস্থা নিচ্ছে না । দুর্গাপুর পৌরনিগম প্রতি বছর জল কর নেয়। পানীয় জলের দাবিতে একাধিকবার একক ও যৌথভাবে নগর প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে ৷
আরও পড়ুন :লাহৌল স্পিতিতে তুষারপাতের জেরে পানীয় জলের সঙ্কট, জল আনতে পাড়ি 7 কিমি