পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আতঙ্কে রানিগঞ্জে বাঁশ দিয়ে ব্রিজ আটকালেন বাসিন্দারা - বাঁশের ব্যারিকেড সেতুতে

গত কয়েকদিনে মোট পাঁচ কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছে রানিগঞ্জ শহরে । ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সেখানে । এবার বহিরাগতদের প্রবেশ রুখতে ডামালিয়া ব্রিজে বাঁশের ব্য়ারিকেড দিলেন স্থানীয়রা।

barricade in bridge
ডামালিয়া ব্রিজ

By

Published : May 28, 2020, 5:19 PM IST

রানিগঞ্জ, 28 মে: কয়েকদিনে রানিগঞ্জের কয়েকটি এলাকায় একাধিক কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গেছে । এভাবে একের পর এক আক্রান্তের খোঁজ মেলায় পার্শ্ববর্তী এলাকাগুলিতে ছড়িয়েছে কোরোনা আতঙ্ক । যার জেরে এবার ডামালিয়া ব্রিজটিকে বাঁশের ব্যারিকেড দিয়ে আটকে দিলেন সেখানকার বাসিন্দারা ।

গত কয়েকদিনে মোট পাঁচ কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছে রানিগঞ্জ শহরে । তাঁদের মধ্যে জেনারি পঞ্চায়েতের অল্ড মাইনাস এলাকায় মুম্বই থেকে ফেরা এক শ্রমিক কোরোনায় আক্রান্ত বলে জানা যায় । বর্তমানে ওই শ্রমিককে দুর্গাপুরের কোরোনা চিকিৎসাকেন্দ্রে ভরতি করা হয়েছে। তাঁর স্ত্রী, ছেলে ও মেয়েকে পাঠানো হয়েছে সরকারি কোয়ারানটিন সেন্টারে । রোটিবাটি পঞ্চায়েতের কোয়াডিতে শহরে ফেরা চারজনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হলে জানা যায়, প্রত্যেকেই কোরোনা আক্রান্ত । দ্রুত তাঁদের দুর্গাপুরের সনকা হাসপাতালে ভরতি করা হয়। বর্তমানে সেখানেই তাঁরা চিকিৎসাধীন। পর পর এমন ঘটনা সামনে আসতেই সংক্রমণের ভয়ে ডামালিয়া ব্রিজটিকে ব্য়ারিকেড দিয়ে আটকে দিলেন স্থানীয়রা।

যেহেতু কোয়াডি এলাকায় যাতায়াতের অন্যতম মাধ্যম এই ব্রিজটি । শুধু কোয়াডিই নয়, এই ব্রিজ দিয়েই তিরাট, চেলোদ, ডামালিয়া, হাড়াভাঙা এলাকায় যাতায়াত করা যায় । আপাতত সেই ব্রিজ ব্য়বহারে অলিখিত নিষেধাজ্ঞা জারি করলন সেখানকার বাসিন্দারা । ব্য়ারিকেড ডিঙিয়ে কেউ যেতে গেলে বাসিন্দারা ব্রিজের মুখে তাঁদের আটকে জিজ্ঞাসাবাদ করে তবেই যেতে দিচ্ছেন। অন্যদিকে, রানিগঞ্জের নুনিয়া নদীর উপর হাড়াভাঙা ব্রিজেও বাঁশের ব্যারিকেড দেখে গেছে।

ব্রিজে ব্যারিকেড দেওয়া প্রসঙ্গে বাসিন্দারা বলেন, গ্রামকে সুরক্ষিত রাখতেই এই পদক্ষেপ করা হয়েছে। এই ব্রিজ দিয়ে যাতে পরিযায়ী শ্রমিক ও বহিরাগতরা প্রবেশ না করতে পারে তার জন্যই বাঁশের ব্যারিকেড দেওয়া হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details