আসানসোল, 13 মার্চ: ভোট আসে ভোট যায় । কিন্তু অবস্থার পরিবর্তন হয় না । আসানসোল পৌরনিগমের 39 নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যা গত 10 বছরের । প্রতিবারই পৌরভোটের সময় প্রার্থীরা এসে প্রতিশ্রুতি দিয়ে যান কিন্তু কাউন্সিলর হওয়ার পর তাঁরা আর পানীয় জলের সমস্যার বিষয়টি সুরাহা করতে পারেন না । গত তিন দিন ধরে একেবারেই নির্জলা হয়ে পড়ে আছে ওয়ার্ডের ডাং মহিশীলা এলাকা । তারই প্রতিবাদে আজ সোমবার 39 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জ্যোতিশঙ্কর কর্মকারকে ঘেরাও করে বিক্ষোভ দেখান বাসিন্দারা (Locals Gherao the Councillor for 5 Hours)।
আসানসোল পৌরনিগমের 39 নম্বর ওয়ার্ডের ডাং মহিশীলা এলাকায় দীর্ঘদিন ধরে পানীয় জল আসে না । এলাকায় ওভারহেড রিজার্ভার থাকলেও টাইম কল দিয়ে সময় মতো জল পড়ে না । স্থানীয়দের কথায়, এলাকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে অনিয়মিত জলের পরিষেবা প্রায় 10 বছর ধরে চলছে । গত তিনদিন ধরে এলাকা একেবারেই নির্জলা হয়ে পড়ে আছে । অন্যদিকে গ্রামে জলস্তর নিচে চলে যাওয়ায় কুয়োতে জল নেই । পুকুরের জলও শুকিয়ে গিয়েছে । ফলে পানীয় জল তো দূরের কথা নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্যও জল পাওয়া যাচ্ছে না । পৌরনিগম থেকে ট্যাঙ্কার পাঠানোর ব্যবস্থা করার কথা বলা হয়েছিল । কিন্তু সেটাও অনিশ্চিত এবং অনিয়মিত । তাই ট্যাঙ্কার এসে জল দিয়ে যাবে এমনটা চাইছেন না এলাকাবাসীরা । বাসিন্দাদের দাবি পানীয় জলের সমস্যার স্থায়ী সমাধান হোক ।