দুর্গাপুর, 27 জুলাই:অণ্ডালের খান্দরা পঞ্চায়েতের অন্তর্গত সিদুলির শান্তিনগর, মিঞাপাড়া, মাঝিপাড়া, চার নম্বর এলাকা দীর্ঘদিন ধরে জলসংকটে ভুগছে । এলাকার সামনেই রয়েছে ইসিএল-এর জামবাদ খোলা মুখ খনি । স্থানীয়দের একাংশের দাবি, খোলা মুখ খনির কারণেই এলাকায় জলস্তর নেমে গিয়েছে ৷ ফলে দেখা দিয়েছে পানীয় জলের সংকট । ইসিএল ও পঞ্চায়েতের উদ্যোগে এলাকায় ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হয় ৷ কিন্তু সেটা পর্যাপ্ত নয় বলে অভিযোগ স্থানীয়দের । এর প্রতিবাদে বৃহস্পতিবার বেলা দশটা থেকে শান্তিনগর এলাকার ইসিএল-এর পরিবহণের গাড়ি আটকে বিক্ষোভে সামিল হল স্থানীয়রা । অবরোধের জেরে রাস্তার দু'পাশে দাঁড়িয়ে পড়ে ইসিএল-এর পরিবহণের লরিগুলি ।
এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য উত্তম কুমার দুবে জানান, জলসংকটের ব্যাপারে বারবার ইসিএল আধিকারিকদের জানানো হয়েছে ৷ কিন্তু কোন সদুত্তর পাওয়া যায়নি । সেকারণে আজ বাধ্য হয়েই এলাকার বাসিন্দারা অবরোধে সামিল হয়েছেন । তিনি বলেন, "যতক্ষণ পর্যন্ত না ইসিএল-এর কোনও আধিকারিক এলাকায় জলসংকটের ব্যাপারে সদুত্তর দিচ্ছে আন্দোলন চলবে ।"