পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Drinking Water Crisis: পানীয় জলের দাবিতে ইসিএলের গাড়ি আটকে অবরোধ স্থানীয়দের - পানীয় জল

Locals Blockade ESL Transport: দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকার বাসিন্দারা ৷ তারই প্রতিবাদে ও পর্যাপ্ত পানীয় জলের দাবিতে ইসিএল-এর পরিবহণের গাড়ি আটকে বিক্ষোভ দেখাল স্থানীয়রা ৷

Locals Blockade ESL Transport
পানীয় জলসংকট

By

Published : Jul 27, 2023, 4:47 PM IST

পানীয় জলের দাবিতে ইসিএলের গাড়ি আটকে অবরোধ স্থানীয়দের

দুর্গাপুর, 27 জুলাই:অণ্ডালের খান্দরা পঞ্চায়েতের অন্তর্গত সিদুলির শান্তিনগর, মিঞাপাড়া, মাঝিপাড়া, চার নম্বর এলাকা দীর্ঘদিন ধরে জলসংকটে ভুগছে । এলাকার সামনেই রয়েছে ইসিএল-এর জামবাদ খোলা মুখ খনি । স্থানীয়দের একাংশের দাবি, খোলা মুখ খনির কারণেই এলাকায় জলস্তর নেমে গিয়েছে ৷ ফলে দেখা দিয়েছে পানীয় জলের সংকট । ইসিএল ও পঞ্চায়েতের উদ্যোগে এলাকায় ট্যাঙ্কারে করে জল সরবরাহ করা হয় ৷ কিন্তু সেটা পর্যাপ্ত নয় বলে অভিযোগ স্থানীয়দের । এর প্রতিবাদে বৃহস্পতিবার বেলা দশটা থেকে শান্তিনগর এলাকার ইসিএল-এর পরিবহণের গাড়ি আটকে বিক্ষোভে সামিল হল স্থানীয়রা । অবরোধের জেরে রাস্তার দু'পাশে দাঁড়িয়ে পড়ে ইসিএল-এর পরিবহণের লরিগুলি ।

এলাকার তৃণমূল পঞ্চায়েত সদস্য উত্তম কুমার দুবে জানান, জলসংকটের ব্যাপারে বারবার ইসিএল আধিকারিকদের জানানো হয়েছে ৷ কিন্তু কোন সদুত্তর পাওয়া যায়নি । সেকারণে আজ বাধ্য হয়েই এলাকার বাসিন্দারা অবরোধে সামিল হয়েছেন । তিনি বলেন, "যতক্ষণ পর্যন্ত না ইসিএল-এর কোনও আধিকারিক এলাকায় জলসংকটের ব্যাপারে সদুত্তর দিচ্ছে আন্দোলন চলবে ।"

উল্লেখ্য, খনি অঞ্চলে গরম পড়ার সঙ্গে সঙ্গেই পানীয় জলের সংকট দেখা দেয় । পানীয় জলের সংকট খনি অঞ্চলের বাসিন্দাদের কাছে দীর্ঘদিনের এক সমস্যা । আন্দোলনরত এক গৃহবধূ সুমিতা বাউড়ি বলেন, "আমরা হয়তো অনেকেই ইসিএল-এর চাকুরিরত কোন সদস্যের পরিবারবর্গ নই । কিন্তু আমরা তো মানুষ ৷ এতদিন পর্যন্ত ইসিএল কর্তৃপক্ষ পানীয় জলের বন্দোবস্ত করেছে । আজ হঠাৎ কেন পানীয় জলের এত সমস্যা ৷ আমরা তাই ইসিএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি অবিলম্বে আমাদের পানীয় জলের সুবন্দোবস্ত করা হোক ।"

আরও পড়ুন:গরমে তীব্র হয়েছে জল সংকট, বৃষ্টির অপেক্ষায় চাতক রায়গঞ্জবাসী

এ দিন বিক্ষোভের জেরে প্রায় চার ঘণ্টা কয়লা খনির পরিবহণ আটকে থাকে ৷ এরপরেই ইসিএল কর্তৃপক্ষ আন্দোলনকারীদের সঙ্গে এসে কথা বলে । শেষ পর্যন্ত কয়লা খনি কর্তৃপক্ষের আশ্বাসে রাস্তা অবরোধ উঠে যায় । তবে পানীয় জলের সমস্যা না মিটলে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে এই এলাকার বাসিন্দারা ।

ABOUT THE AUTHOR

...view details