দুর্গাপুর, 6 এপ্রিল : আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইছাপুর গ্রামের প্রায় 750 জন ভোটার লোকসভার উপনির্বাচনের ভোট বয়কটের ডাক দেন(Locals Agitation)। শুধু তাই নয় ভোটের প্রচার বন্ধ করে দিলেন এমনকি ভোট কর্মীদের ঢুকতে না দেওয়ার হুমকিও দিলেন। দাবি একটাই 'জল দিন, ভোট নিন'।
দুর্গাপুরের লাউদোহার যবুনা গ্রাম, পাটশাওড়া, আমালোকা, ইছাপুর, আরতী, বাঙুড়ি-সহ বেশ কিছু গ্রামে বছর খানেক আগে ঢাকঢোল পিটিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জলের পরিষেবা পৌঁছে দেওয়া হলেও কলে জল আসেনি। তীব্র জল সংকট রয়েছে, বারবার সরকারী স্তরে আবেদন জানান বাসিন্দারা কিন্তু কোনও কাজ হয়নি ৷ বাধ্য হয়ে বুধবার লাউদোহার যবুনা গ্রামের বাসিন্দারা রীতিমতো হাঁড়ি, কলসি, বালতি হাতে নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করেন ৷ তাঁদের দাবি, ভোট বয়কট করবেন তাঁরা, এমনকি গ্রামে কোনও দলের প্রচারও তাঁরা করতে দেবেন না ৷ গ্রামে ভোট নিয়ে কোনও সচেতনার বার্তা দিতে দেওয়া হবে না ভোট কর্মীদের। পোস্টার হাতে নিয়ে আন্দোলনে নামেন উত্তেজিত গ্রামবাসী ৷ অভিযোগ, জল সংকট মেটাতে বছর খানেক আগে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য জলের কল লাগানো হয়েছিল, কিন্তু সেই কল দিয়ে আজও এক ফোঁটা জল বেরোয়নি ৷ উল্টে সরকারী এই প্রকল্প পরিকল্পনামাফিক না হওয়াতে বিপত্তি বেড়েছে দ্বিগুণ। রাস্তায় দু-একটি জলের কল আছে কিন্তু হাতে গোনা দুই একটি কল ছাড়া বাকি কল দিয়ে জল বেরোয়নি আজও ৷ ভরসা বলতে পুকুরের জল, আর কুয়ো, সেই জলও খাওয়ার অযোগ্য।