পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Locals Agitation : জল পরিষেবা দেওয়ার দাবিতে প্ল্যাকার্ড হাতে প্রতিবাদে স্থানীয়রা - Locals Agitation

জল দিন, ভোট নিন স্লোগান তুলে ভোট বয়কটের সিদ্ধান্ত দুর্গাপুরের যবুনা গ্রামের বাসিন্দাদের ৷ শুধু ভোট বয়কট নয়, গ্রামে রাজনৈতিক প্রচার বন্ধ করে দেন গ্রামবাসীরা (Locals Agitation)৷

Locals Agitation
উত্তেজিত গ্রামবাসি

By

Published : Apr 6, 2022, 7:58 PM IST

দুর্গাপুর, 6 এপ্রিল : আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ইছাপুর গ্রামের প্রায় 750 জন ভোটার লোকসভার উপনির্বাচনের ভোট বয়কটের ডাক দেন(Locals Agitation)। শুধু তাই নয় ভোটের প্রচার বন্ধ করে দিলেন এমনকি ভোট কর্মীদের ঢুকতে না দেওয়ার হুমকিও দিলেন। দাবি একটাই 'জল দিন, ভোট নিন'।

দুর্গাপুরের লাউদোহার যবুনা গ্রাম, পাটশাওড়া, আমালোকা, ইছাপুর, আরতী, বাঙুড়ি-সহ বেশ কিছু গ্রামে বছর খানেক আগে ঢাকঢোল পিটিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের উদ্যোগে বাড়ি বাড়ি পরিশুদ্ধ পানীয় জলের পরিষেবা পৌঁছে দেওয়া হলেও কলে জল আসেনি। তীব্র জল সংকট রয়েছে, বারবার সরকারী স্তরে আবেদন জানান বাসিন্দারা কিন্তু কোনও কাজ হয়নি ৷ বাধ্য হয়ে বুধবার লাউদোহার যবুনা গ্রামের বাসিন্দারা রীতিমতো হাঁড়ি, কলসি, বালতি হাতে নিয়ে রাস্তায় নেমে আন্দোলন করেন ৷ তাঁদের দাবি, ভোট বয়কট করবেন তাঁরা, এমনকি গ্রামে কোনও দলের প্রচারও তাঁরা করতে দেবেন না ৷ গ্রামে ভোট নিয়ে কোনও সচেতনার বার্তা দিতে দেওয়া হবে না ভোট কর্মীদের। পোস্টার হাতে নিয়ে আন্দোলনে নামেন উত্তেজিত গ্রামবাসী ৷ অভিযোগ, জল সংকট মেটাতে বছর খানেক আগে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার জন্য জলের কল লাগানো হয়েছিল, কিন্তু সেই কল দিয়ে আজও এক ফোঁটা জল বেরোয়নি ৷ উল্টে সরকারী এই প্রকল্প পরিকল্পনামাফিক না হওয়াতে বিপত্তি বেড়েছে দ্বিগুণ। রাস্তায় দু-একটি জলের কল আছে কিন্তু হাতে গোনা দুই একটি কল ছাড়া বাকি কল দিয়ে জল বেরোয়নি আজও ৷ ভরসা বলতে পুকুরের জল, আর কুয়ো, সেই জলও খাওয়ার অযোগ্য।

বুধবার আসানসোল লোকসভা কেন্দ্রের অন্তর্গত পান্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের মধ্যেই আমলোকা, ইছাপুর, পাটসেওড়া গ্রাম ও জবুনা গ্রামের বেশ কয়েক হাজার মানুষ রাস্তায় নেমে ভোট বয়কটের বার্তা দেন ৷ এমনকি তৃণমূলের প্রচারসভার জন্য মঞ্চ বাধার কাজও বন্ধ করে দেন স্থানীয়রা ৷ স্থানীয়দের অভিযোগ, "প্রতিবার ভোট আসে, আর ভোট মিটলেই মিথ্যে প্রতিশ্রুতিতে পরিণত হয় সব, আর নয় এবার জল না মিললে 12 তারিখ আসানসোল লোকসভা নির্বাচনে তাঁরা ভোট দেবেন না বলে জানিয়ে দেন, যাতে আশেপাশে এলাকার মানুষও ভোট যাতে না দেন তার জন্যও প্রয়োজনে তাঁরা মানুষকে বলবেন।"

আরও পড়ুন:রাত পোহালেই জেলার 25টি পৌরসভার ভোট গণনা, স্ট্রং-রুমে কড়া নিরাপত্তায় ইভিএম

সমস্যা মিটে যাবে ফের আশ্বাস তৃণমূল নেতৃত্বের, যদিও এতে কতটা মানুষ আস্বস্ত হবে সেটা বড় প্রশ্ন। আর এই ঘটনায় জেলা বিজেপি নেতৃত্ব কড়া সমালোচনা করেছেন। লাউদোহার বিডিও দেবজিত দত্ত বলেন, "যবুনা গ্রামের বাসিন্দারা গতকাল এসেছিলেন আমার কাছে, আমি কর্তৃপক্ষের কাছে তাঁদের আবেদন পৌঁছে দিয়েছি "। অন্যদিকে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সভাপতি সুজিত মুখোপাধ্যায় গ্রামিবাসীদের উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে বলেন, "ভোট বয়কটের দাবি থেকে তাদের সরে আসার অনুরোধ করব। জলের ব্যবস্থা দ্রুত করা হবে"।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details