পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অন্ডালে 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ, স্থানীয়দের বিক্ষোভ - national highway number 2

অন্ডালে ধস নেমে বাড়ি ক্ষতি হওয়ায় পুনর্বাসনের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ ৷ অবরোধ করা হল 2 নম্বর জাতীয় সড়ক ৷ পরে পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ ৷

Locals agitation by blocking national highway in andal
অন্ডালে 2 নম্বর জাতীয় সড়ক অবরোধ , স্থানীয়দের বিক্ষোভ

By

Published : Jul 20, 2020, 4:56 PM IST

Updated : Jul 20, 2020, 8:01 PM IST

অন্ডাল , 20 জুলাই : গত দু'দিন ধরেই ধস নামছে আসানসোলের হরিশপুর এলাকায় ৷ ভেঙে পড়ছে বাড়ি ৷ এই কারণেই আজ স্থানীয় বাসিন্দারা পুনর্বাসনের দাবিতে 2 নম্বর জাতীয় সড়কে বসে পথ অবরোধ করে ৷ এর জেরে অবরুদ্ধ হয়ে পড়ে 2 নম্বর জাতীয় সড়ক । খবর পেয়ে ঘটনাস্থানে যায় অন্ডাল থানার পুলিশবাহিনী । পুলিশ অবরোধ তুলতে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা । এরপর পুলিশের আশ্বাস পাওয়ার পরেই অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা ।

গত 15 জুলাই অন্ডালের হরিশপুর এলাকায় হঠাৎই ধস নামে । গ্রামের একের পর এক বাড়িতে ফাটল ধরতে দেখা যায় । পিচের রাস্তায় একাধিক জায়গায় ফাটল ধরে । ফের আজ ভোর নাগাদ ভয়াবহ ধস । ধসের জেরে কয়েকটি কাঁচা মাটির বাড়ি ভেঙে যায় । মাটির কাঁচা বাড়ি ভেঙে পড়ে একটি মারুতি গাড়ির উপর । ধসের আতঙ্কে গত দু'দিন ধরে হরিশপুর গ্রামের মানুষজনরা বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে ।

সম্প্রতি, মাত্র কয়েকদিন আগেই অন্ডাল থানার জামবাদ খোলামুখ খনি সম্প্রসারণের কারণে ECL-এর পরিত্যক্ত আবাসনসহ এক মহিলা মাটির তলায় তলিয়ে যায় । 10 দিন পরে ওই মহিলার দেহ উদ্ধার হয় । তারপর গত বুধবার অন্ডালের হরিশপুর এলাকায় ধস দেখা যায় গ্রামের মূল রাস্তায় । তারপর থেকেই আতঙ্কে দিন কাটছিল গ্রামবাসীর । খনি অঞ্চলের বাসিন্দারা জীবনকেই বাজি রেখে বসবাস করতে বাধ্য হচ্ছিল ৷ এর একদিন পর আবার গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায় । গ্রামবাসীদের আশঙ্কা হঠাৎ গ্রাম যদি মাটির তলায় তলিয়ে যায় তাহলে প্রাণে মারা যাবে সকলেই ।

ECL-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পুর্নবাসনের প্যাকেজের সমস্ত অর্থ বরাদ্দ হলেও জমি পাওয়ার ক্ষেত্রে দেরি হওয়ার কারণে পুর্নবাসন দিতে বিলম্ব হচ্ছে ।

Last Updated : Jul 20, 2020, 8:01 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details