পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Durgapur Suicide : পরকীয়ার জেরে আত্মঘাতী যুবক, বাড়ি ভাঙচুর কাঁকসায় - Extramarital Affair

মৃতের নাম প্রশান্ত ঘোষ ৷ এলাকার মানুষের দাবি, সেখানকার এক গৃহবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন প্রশান্ত ৷ তার জেরেই এই ঘটনা ৷

locals agitation at durgapur due to a youth suicide
Durgapur Suicide : পরকীয়ার জেরে আত্মঘাতী যুবক, বাড়ি ভাঙচুর কাঁকসায়

By

Published : Oct 21, 2021, 7:45 PM IST

দুর্গাপুর, 21 অক্টোবর : যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ৷ সেখানকার কাঁকসার রূপগঞ্জের একটি বাড়িতে ভাঙচুরও চালানো হয় ৷ মৃতের পরিবারের দাবি, ওই বাড়ির বধূর জন্য আত্মঘাতী হয়েছেন ওই যুবক ৷ ওই বধূর কড়া শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা ৷ পরে দুর্গাপুরের মলানদিঘি ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷

পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রশান্ত ঘোষ ৷ বছর চব্বিশের ওই যুবক রূপগঞ্জের বাসিন্দা ৷ এলাকার মানুষের দাবি, সেখানকার এক গৃহবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন প্রশান্ত ৷ হোয়াটসঅ্যাপের মাধ্যমে সম্পর্ক তৈরি হয় ৷ সম্প্রতি বিষয়টি জানাজানি হয় ৷

আরও পড়ুন :Gariahat Double Murder : ডায়মন্ড হারবারে ভাড়া বাড়ি থেকে উদ্ধার খুনে ব্যবহৃত অস্ত্র

তখন তা নিয়ে থানা-পুলিশও হয়েছে ৷ তার পর পুলিশি মধ্যস্থতায় সম্পর্কে ইতি টানার সিদ্ধান্ত নেওয়া হয় দুই পরিবারের তরফে ৷ পরিবারের দাবি, বিষয়টি মেনে নিতে পারেননি প্রশান্ত ৷ তাই নিজের হোয়াটস অ্যাপ স্ট্যাটাসে ওই মহিলার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা লিখে ও সম্পর্ক শেষ হওয়ার জন্য এই চরম সিদ্ধান্ত নিচ্ছেন বলে লেখেন ওই যুবক ৷

ফলে প্রশান্তর মৃত্যুর খবর চাউর হতেই উত্তপ্ত হয়ে ওঠে কাঁকসার রূপগঞ্জ এলাকা ৷ উত্তেজিত গ্রামবাসীরা ব্যাপক ভাঙচুর চালায় ওই মহিলার বাড়িতে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে মলানদিঘি ফাঁড়ির বিশাল পুলিশ ৷ উত্তেজিত গ্রামবাসীদের হাত থেকে অভিযুক্ত মহিলা ও তাঁর পরিবারের লোকজনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় পুলিশের তরফে ।

আরও পড়ুন :Life Imprisonment: আসানসোলে পোস্টমাস্টার খুনের ঘটনায় 2 জনের যাবজ্জীবন কারাদণ্ড

গ্রামবাসীদের দাবি, কোনওভাবেই ওই মহিলাকে গ্রামে ঢুকতে দেওয়া যাবে না । তাঁদের অভিযোগ, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে ৷ তাই গ্রামে থাকলে ওই মহিলা এই ধরনের আরও ঘটনা ঘটাতে পারে ৷ এর জেরে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে রয়েছে ৷ তাই নতুন করে গোলমাল ঠেকাতে পুলিশ মোতায়ন রয়েছে গ্রামে ।

ABOUT THE AUTHOR

...view details