পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Blockade in Asansol: দুর্ঘটনায় কিশোরের মৃত্যু ঘিরে তুলকালাম আসানসোলে, জাতীয় সড়ক অবরোধ

পথ দুর্ঘটনায় ছাত্র মৃত্যুর ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের ৷ ক্ষতিপূরণের আশ্বাস পেলে শেষমেশ অবরোধ তুলে নেয় তারা ৷

student death
পথ দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু

By

Published : Apr 3, 2023, 7:38 PM IST

কিশোরের মৃত্যু ঘিরে তুলকালাম আসানসোলে

আসানসোল, 3 এপ্রিল: রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুর ঘটনায় তুলকালাম কাণ্ড ঘটল আসানসোলে । উত্তর থানার অন্তর্গত শীতলা মোড়ে 19 নম্বর জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম মহম্মদ হাসান (13) । তার বাড়ি আসানসোল উত্তর থানার মৌজুরি এলাকায় । এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে । দীর্ঘক্ষণ ধরে সেই অবরোধ চলে । তার পাশাপাশি বাসিন্দাদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘটনাস্থলে বিরাট পুলিশবাহিনী মোতায়ন করা হয় আসানসোল উত্তর থানার তরফে । নামানো হয় কমব্যাট ফোর্সও ।

স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার স্কুল থেকে ফিরছিল মহম্মদ হাসান । 19 নম্বর জাতীয় সড়কে শীতলা মোড় পারাপার করতে গিয়ে হঠাৎ একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয় ৷ ঘটনাস্থলেই মারা যায় হাসান ৷ এরপর পুলিশ এসে দেহ তুলতে গেলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়ে ৷ পুলিশ দেহ তুলে নিয়ে চলে গেলে বিক্ষোভে ফেটে পড়ে বাসিন্দারা ৷ তাদের দাবি, ঘটনায় ক্ষতিপূরণ চাই এবং শীতলা মোড়ে একটি আন্ডারপাস করতে হবে ৷ বাসিন্দাদের আভিযোগ, প্রায়শই শীতলা মোড়ে দুর্ঘটনা ঘটে । আন্ডারপাস কিম্বা ফুটব্রিজ না-থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয় বাসিন্দাদের । শুধু তাই নয়, এলাকাবাসীদের অভিযোগ, এর আগে বহুবার দুর্ঘটনার পর ওই স্থানে ট্রাফিক গার্ড দেওয়ার কথা ছিল । কিন্তু ট্রাফিকের বিষয়টি সামলান শুধু সিভিক ভলেন্টিয়াররা ।

বাসিন্দাদের অভিযোগ, বেশিরভাগ সময় দেখা যায় সিভিক ভলেন্টিয়াররা মোবাইল নিয়ে ব্যস্ত ৷ আর তাই বারে বারে দুর্ঘটনা ঘটছে । বাসিন্দারা এদিন বিক্ষোভের পাশাপাশি অবরোধ শুরু করে জাতীয় সড়কে । ফলে বেশ কিছুক্ষণ গাড়ি থেমে যায় জাতীয় সড়কের উপরে । পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, তাই নামানো হয় কমব্যাট ফোর্স । পুলিশ বাসিন্দাদের সঙ্গে আলোচনা করতে চাইলে প্রথমে মানতে রাজি হয়নি তারা । পরে পুলিশ গার্ড রেল নিয়ে এসে জাতীয় সড়কের উপরে ওই মোড়ে রাখে ৷ যাতে জাতীয় সড়ক দিয়ে আসা গাড়িগুলির গতি কম হয় । পাশাপাশি ক্ষতিপূরণের আশ্বাস দেওযা হয় ৷ তারপরেই বাসিন্দারা অবরোধ তুলে নেয় ।

আরও পড়ুন:মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত দুই ভাই

ABOUT THE AUTHOR

...view details