আসানসোল, 3 এপ্রিল: রাস্তা পারাপার করতে গিয়ে দুর্ঘটনায় এক কিশোরের মৃত্যুর ঘটনায় তুলকালাম কাণ্ড ঘটল আসানসোলে । উত্তর থানার অন্তর্গত শীতলা মোড়ে 19 নম্বর জাতীয় সড়কে এই ঘটনাটি ঘটে । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম মহম্মদ হাসান (13) । তার বাড়ি আসানসোল উত্তর থানার মৌজুরি এলাকায় । এই ঘটনার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে । দীর্ঘক্ষণ ধরে সেই অবরোধ চলে । তার পাশাপাশি বাসিন্দাদের বিক্ষোভে উত্তেজনা ছড়ায় এলাকায় । ঘটনাস্থলে বিরাট পুলিশবাহিনী মোতায়ন করা হয় আসানসোল উত্তর থানার তরফে । নামানো হয় কমব্যাট ফোর্সও ।
স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার স্কুল থেকে ফিরছিল মহম্মদ হাসান । 19 নম্বর জাতীয় সড়কে শীতলা মোড় পারাপার করতে গিয়ে হঠাৎ একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয় ৷ ঘটনাস্থলেই মারা যায় হাসান ৷ এরপর পুলিশ এসে দেহ তুলতে গেলে স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পড়ে ৷ পুলিশ দেহ তুলে নিয়ে চলে গেলে বিক্ষোভে ফেটে পড়ে বাসিন্দারা ৷ তাদের দাবি, ঘটনায় ক্ষতিপূরণ চাই এবং শীতলা মোড়ে একটি আন্ডারপাস করতে হবে ৷ বাসিন্দাদের আভিযোগ, প্রায়শই শীতলা মোড়ে দুর্ঘটনা ঘটে । আন্ডারপাস কিম্বা ফুটব্রিজ না-থাকার কারণে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করতে হয় বাসিন্দাদের । শুধু তাই নয়, এলাকাবাসীদের অভিযোগ, এর আগে বহুবার দুর্ঘটনার পর ওই স্থানে ট্রাফিক গার্ড দেওয়ার কথা ছিল । কিন্তু ট্রাফিকের বিষয়টি সামলান শুধু সিভিক ভলেন্টিয়াররা ।