আসানসোল, 6 এপ্রিল : চলছে লকডাউন । আর এই লকডাউনের মধ্যেই বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে দাঁড়িয়ে রয়েছে শতাধিক লরি । ভিনরাজ্য থেকে আসা এই লরিগুলি দিনের পর দিন দাঁড়িয়ে রয়েছে । কবে তারা গন্তব্যে পৌঁছাবে, জানে না কেউ । একদিকে যেমন বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি, তেমনই অসহায়ভাবে সীমান্তের পার্কিংয়ে বসে দিন কাটছে চালক, খালাসিদের ।
কোরোনার আতঙ্কে সিল করে দেওয়া হয়েছে বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত । কোনওদিকে মাছি গলার পর্যন্ত সুযোগ নেই । আর এর ফলে দু'দিকের সীমান্তে আটকে পড়েছে বিভিন্ন রাজ্য থেকে আসা ভিনরাজ্যের পণ্য সরবরাহকারী লরিগুলি । প্রায় 15 থেকে 20 দিন ধরে জিনিসে ঠাসা লরিগুলি দাঁড়িয়ে আছে । অনুমতি মিলছে না রাজ্যের বিভিন্ন প্রান্তে এসে জিনিস খালি করার । ফলে দিনের পর দিন ধরে দাঁড়িয়ে আছে লরিগুলি ।
চালকরা জানাচ্ছেন কেউ বরেলি, কেউ দিল্লি বা গুরুগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন, এ'রাজ্যে জিনিস খালি করার ছিল । অনেকে আবার এ'রাজ্যের হলদিয়া সহ বিভিন্ন জেলা থেকে জিনিস নিয়ে ভিনরাজ্যের দিকে পাড়ি দিয়েছিল । আটকে পড়েছে সবাই । দিনের পর দিন ধরে এ'ভাবে লরিগুলি থেমে থাকায় প্রচুর আর্থিক ক্ষতি হচ্ছে মালিকদের । তেমনি চালকরাও অসহায় ।