পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fake Teacher: তালিকা প্রকাশের পরই স্কুল থেকে 'উধাও' ভুয়ো শিক্ষিকা

কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই ভুয়ো শিক্ষক-শিক্ষিকাদের নাম সামনে এনেছে ৷ আর তারপরই বিভিন্ন জেলার স্কুল থেকে হঠাৎ করে অনুপস্থিত হয়ে যাচ্ছেন ভুয়ো শিক্ষক-শিক্ষিকাদের তালিকাভুক্তরা ৷ জামুড়িয়ার স্কুলেও দেখা গেল সেই ছবি(Fake Teacher)৷

ETV Bharat
ভুয়ো শিক্ষিকা

By

Published : Dec 8, 2022, 9:44 PM IST

জামুড়িয়া, 8 ডিসেম্বর: ভুয়ো তালিকায় সামনে এল জামুড়িয়ার স্কুলের এক শিক্ষিকার নাম (Jamuria News)। তালিকায় নাম আসার পর থেকেই ওই শিক্ষিকা আর স্কুলে আসছেন না বলে জানা গিয়েছে । আসানসোলের জামুড়িয়া বীজপুর শিক্ষা নিকেতন উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলা বিভাগের ওই শিক্ষিকার নাম সঙ্গীতা হাতি ৷ অভিযোগ, তিনি সাদা ও এমআর শিট জমা দিয়ে লিখিত পরীক্ষায় 53 নম্বর পেয়েছিলেন (Listed Fake Teacher Absent in School for 2 Days in Jamuria)।

ভুয়ো শিক্ষক হিসেবে কলকাতা হাইকোর্ট দ্বিতীয় দফায় যে 40 জনের নামের তালিকা ঘোষণা করেছিল, তার মধ্যে রয়েছে সঙ্গীতা হাতির নাম ৷ জানা গিয়েছে, ওই শিক্ষিকা দুর্গাপুরের বাসিন্দা । হাইকোর্টের তালিকা প্রকাশ্যে আসতেই বুধবার থেকে ওই শিক্ষিকা স্কুলে আসেননি । স্কুলে কোনও ছুটির দরখাস্তও করেননি । তবে কেন তিনি স্কুলে আসছেন না তার সদুত্তর স্কুল কর্তৃপক্ষও দিতে পারেনি । অন্যদিকে, সঙ্গীতার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি ।

আরও পড়ুন :এসএসসি'র ভুয়ো শিক্ষকদের তালিকায় নাম থাকার আশঙ্কা, আত্মঘাতী নন্দীগ্রামের শিক্ষিকা

এই বিষয়ে জামুরিয়ার বিজপুর নেতাজি শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক সরোজ কুমার চট্টোপাধ্যায় বলেন, "2019 সালে উনি জামুরিয়া বিজপুর নেতাজি শিক্ষা নিকেতন স্কুলে যোগদান করেন । মঙ্গলবার থেকে স্কুলে আসছেন না । বৃহস্পতিবারও আসেননি । তবে কী কারণে আসেননি তা জানা নেই ।"

হাইকোর্টের রায়ের বিষয়ে জিজ্ঞেস করলে প্রধান শিক্ষকের বক্তব্য, "স্কুল পরিদর্শক কিছু তথ্য চেয়ে পাঠিয়েছিল সমস্ত স্কুলকেই । সেই তথ্যের উত্তর স্কুল পরিদর্শকের দফতরে জমা করা হয়েছে । এর থেকে বেশি কিছু বলতে পারব না ।" তবে এই ঘটনাকে ঘিরে স্কুলের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে চাঞ্চল্য দেখা গিয়েছে । যদিও কেউ ক্যামেরার সামনে কিছু বলতে চাননি ।

আরও পড়ুন :এসএসসি প্রকাশিত ভুয়ো শিক্ষক তালিকায় কোচবিহারের 56, সকলের তথ্য জানতে চেয়ে চিঠি শিক্ষা দফতর

ABOUT THE AUTHOR

...view details