দুর্গাপুর, 4 মে: সরকারি নির্দেশ অনুসারে দীর্ঘ লকডাউন পর্বে আজ খুলে গেল মদের দোকান । আর তাতেই সামাজিক দূরত্ব মেনে মদের দোকান গুলোর সামনে লম্বা লাইন । কড়া পুলিশি পাহারায় হচ্ছে মদ বিক্রি ।
কোরোনা সংক্রমণকে রুখতে লকডাউনের ডাক দেয় কেন্দ্র ও রাজ্য সরকার । এই লকডাউন চলাকালীন দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ মদের দোকান । আর সেই সুযোগে কালোবাজারে চড়াদামে বিক্রি হচ্ছিল মদ । এবার সরকারের পক্ষ থেকে শর্তসাপেক্ষে মদের দোকান খোলার নির্দেশ জারি হয় ।
আজ থেকেই খুলে গেল মদের দোকান ৷ দোকান খোলার আগে থেকে দেখা গেল দোকানগুলোর সামনে সামাজিক দূরত্ব বজায় রেখেই লম্বা লাইন । পুলিশি পাহারার মাঝেই মদ কেনার হিড়িক । দীর্ঘদিন পর মদের দোকান খোলা স্বাভাবিকভাবেই খুশি মদ্যপায়ীরা । দুর্গাপুরের সিটি সেন্টার, লিঙ্কপার্ক, মুচিপাড়া, ফুলঝোড় সহ সমস্ত এলাকাতে সরকারি লাইসেন্সপ্রাপ্ত দেশি ও বিদেশ মদের দোকানের সামনে একই ছবি দেখা গেল ।
সামাজিক দূরত্ব মেনে সুষ্ঠুভাবে লাইনে দাঁড়িয়ে মদ কেনার এই ছবিটাই বোধহয় প্রশাসনের কপাল থেকে কিছুটা হলেও চিন্তার ভাঁজ সরিয়ে দিল। সবার একটা ধারণা ছিল মদের দোকান খুললে বোধহয় হামলে পড়বে দোকানে মদ্যপায়ীরা । আর তাতে সংঘাতের বাতাবরণ তৈরি হবে । কিন্তু না আজ মদের দোকান খুলতেই দেখা গেল দুর্গাপুরে সামাজিক দূরত্ব মেনে লাইন পড়ছে মদের দোকানগুলিতে।