পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

E-Waste Collection: পরিবেশ রক্ষায় বৈদ্যুতিন জঞ্জাল সংগ্রহে লায়ন্স ক্লাব, পরিবর্তে বিলি গাছ - Lions Club Asansol

আসানসোল শহরজুড়ে বৈদ্যুতিন জঞ্জাল তথা ই-ওয়েস্ট সংগ্রহ করছেন লায়ন্স ক্লাবের সদস্যরা (E Waste Collection at Asansol)৷ যারা তা দিচ্ছেন তাঁদের নাম লিখে নেওয়া হচ্ছে ৷ পরিবর্তে দেওয়া হচ্ছে গাছ ৷

ETV Bharat
বৈদ্যুতিন জঞ্জাল সংগ্রহে লায়ন্স ক্লাব

By

Published : Feb 6, 2023, 2:03 PM IST

বৈদ্যুতিন জঞ্জাল সংগ্রহ নিয়ে লায়ন্স ক্লাবের সদস্যদের বক্তব্য

আসানসোল, 6 ফেব্রুয়ারি: পুরনো ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল দ্রব্য থেকে প্রচুর পরিমাণে দূষণ ছড়ায় । লোকচক্ষুর আড়ালে এই দূষণে ভরছে পরিবেশ । অব্যবহৃত, নষ্ট হয়ে যাওয়া ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল দ্রব্যে যে সমস্ত পদার্থ ও রাসায়নিক থেকে যায়, তা থেকে দূষিত হচ্ছে এই পৃথিবী । আর সেই কারণেই রবিবার লায়ন্স ক্লাবের পক্ষ থেকে পুরনো ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স দ্রব্য তথা বৈদ্যুতিন জঞ্জাল বা ই-ওয়েস্ট সংগ্রহ করার কাজ শুরু হল (Lions Club Asansol)। গোটা পৃথিবী জুড়ে পরিবেশ বাঁচাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সদস্যরা ।

কী এই বৈদ্যুতিন জঞ্জাল বা ই-ওয়েস্ট ?

বৈদ্যুতিন জঞ্জাল হল ভেঙে যাওয়া, অব্যবহৃত, নষ্ট হওয়া ইলেক্ট্রনিক জিনিস ৷ যা দিনের পর দিন পড়ে থাকে বাড়িতে বা অফিসে ৷ তা সে কমপিউটার হোক বা ফোন, ঘড়ি, ল্যাপটপ, টিভি, ফ্রিজ, প্রিন্টার-সহ বিভিন্ন ইলেকট্রনিক জিনিস ৷ এইসব জঞ্জালেরই পোশাকি নাম ই-ওয়েস্ট বা বৈদ্যুতিন জঞ্জাল ৷ বর্তমানে যেভাবে ডিজিটাল জিনিসের ব্যবহার বাড়ছে তাতে করে এই ধরনের জঞ্জালও বাড়ছে ৷

বৈদ্যুতিন জঞ্জাল বা ই-ওয়েস্টের ক্ষতিকর প্রভাব:

টিভি, ফ্রিজ, এসি থেকে শুরু করে কমপিউটার, মোবাইল বা বিভিন্ন ইলেকট্রিক্যাল দ্রব্যে রাসায়নিক পদার্থ ও নানারকম গ্যাস ব্যবহার করা হয় ৷ এই সব গ্যাস বা রাসায়নিক পদার্থ খুব বিষাক্ত ৷ যা পরিবেশের জন্য খুবই বিপজ্জনক । শুধু দূষণ ছড়ানোই নয়, এই সমস্ত পদার্থ ঘরের কোণে পড়ে থাকলে কিংবা রাস্তাঘাটে পড়ে রইলে ছোট ছেলেমেয়েরা যদি তাতে হাত দেয় তার থেকে বিপদের সম্ভাবনাও থাকতে পারে । মানুষের সচেতনতার অভাবেই খারাপ হয়ে যাওয়া অব্যবহৃত ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল দ্রব্য ঘরের মধ্যে রেখে দেয় । কিংবা অন্য়ান্য জিনিসের সঙ্গে আবর্জনার স্তুপে ফেলে দেয় । সঠিকভাবে রিসাইকেল না হওয়ার কারণে এই সমস্ত ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল দ্রব্য প্রচুর পরিমাণে পরিবেশে দূষণ ঘটায় ।

এবার এই দূষণ রোধেই অভিনব উদ্যোগ নিল লায়ন্স ক্লাব । সম্প্রতি পরিবেশ রক্ষার্থে বিশ্বজুড়ে ই-ওয়েস্ট বা বৈদ্যুতিন জঞ্জাল সংগ্রহ করার একটি প্রকল্প নিয়েছে তারা ৷ পুরনো, অব্যবহৃত, খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল দ্রব্য সংগ্রহ করা হবে । এই বিষয়ে লায়ন্স ক্লাবের বিভিন্ন শাখার পক্ষ থেকে পাড়ায় পাড়ায় গিয়ে প্রচার কর্মসূচি চালানো হচ্ছে ৷ মানুষকে সচেতন করার পাশাপাশি পুরনো ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল দ্রব্য তাঁরা সংগ্রহ করছেন (Lions Club Collect e Waste to Protect Environment)।

এই বিষয়ে লায়ন্স ক্লাবের সদস্য তাপস মজুমদার বলেন, "এই সমস্ত বৈদ্যুতিন জঞ্জালগুলি সংগ্রহ করার পর আমরা তা কলকাতায় পাঠিয়ে দেব । কলকাতায় পাঠানোর পর যেগুলিকে রিসাইকেল করা যাবে সেগুলি করে দেওয়া হবে এবং যেগুলি রিসাইকেল করা যাবে না সেগুলিকে বিশেষ বৈজ্ঞানিক উপায়ে নষ্ট করে দেওয়া হবে । যারাই এই জিনিসপত্র দিচ্ছেন এগিয়ে এসে, তাদের সবারই নাম নেওয়া হচ্ছে এবং তাদের প্রত্যেকের নামে বৃক্ষরোপণ করা হবে । এর ফলে একদিকে যেমন ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল দ্রব্য থেকে যে দূষণ ছড়াতো সেই দূষণের অনেকটাই রোধ করা যাবে । তার পাশাপাশি গাছ লাগিয়ে পরিবেশকে আরও সুন্দর করা হবে । গোটা পৃথিবী জুড়ে এই প্রকল্প চলবে ।"

আরও পড়ুন :বৈদ্যুতিন জঞ্জাল নিয়ে নয়া পদক্ষেপ কর্পোরেশনের, প্রতি বরোতে হচ্ছে কালেকশন সেন্টার

ABOUT THE AUTHOR

...view details