পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জ্বলল মোমবাতি, সঙ্গে "জয় শ্রীরাম" স্লোগান দুর্গাপুরে - কোরোনা

কোরোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই । আলো জ্বলে উঠল দুর্গাপুরে । সঙ্গে দেওয়া হল জয় শ্রী রাম ধ্বনি । ঘটনার পর থেকে চাপানোতর শুরু রাজনৈতিক মহলে ।

ছবি
ছবি

By

Published : Apr 6, 2020, 11:52 AM IST

দুর্গাপুর, 6 এপ্রিল : কোরোনার আতঙ্ক কাটাতে প্রধানমন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে সমস্ত বৈদ্যুতিন আলো নিভিয়ে মোমের আলোয় আলোকিত হয়ে উঠল দুর্গাপুর । প্রথমে, কোরোনা সংক্রমণকে রুখতে নরেন্দ্র মোদি জনতা কারফিউয়ের আহ্বান জানান । তাতে দারুণ সাড়া দেন দেশের মানুষ । স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ । বলেছিলেন, কোরোনার বিরুদ্ধে জরুরি পরিষেবার সঙ্গে লড়ছে এমন সকলের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে বাড়িতে থেকে থালা, কাঁসর ,ঘণ্টা বা হাততালি বাজাতে । এরপর 21 দিনের লকডাউনের কথা ঘোষণা । পরে ফের একবার দেশবাসীকে আহ্বান জানালেন তিনি । বললেন, কোরোনা আতঙ্ক কাটাতে গোটা দেশের বৈদ্যুতিন আলো বন্ধ করে জ্বলে উঠুক মোমবাতি, প্রদীপ ,টর্চ কিংবা মোবাইলের ফ্লাশলাইট । এরপরেই গতকাল দেখা যায়, দুর্গাপুরের প্রায় প্রত্যেকটি বাড়িতে জ্বলে মোমবাতি ।

যদিও দেশের প্রধানমন্ত্রীর মুখে একথা শোনার পর রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল । কিন্তু তাতে অনেকেই কান দিতে নারাজ । তাঁদের কথায় ," রাজনীতির সময় নয় এটা । মৃত্যুর থাবা যখন আমার দেশেও, তখন সকলের সঙ্ঘবদ্ধ লড়াই প্রয়োজন।" দুর্গাপুরের সিটি সেন্টারের প্রায় সব বহুতল আবাসনের ব্যালকনিতে দাঁড়িয়ে আবাসিকরা মোমবাতি, কেউবা প্রদীপ নিয়ে, আবার কেউ কেউ মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে জানান দিলেন "ইউনাইটেড ইন্ডিয়ার" কথা । এর পাশাপাশি আবাসিকদের মধ্যে অনেককেই দেখা গেল চিৎকার করে উঠলেন, "জয় শ্রীরাম" বলে । কিন্তু, এই স্লোগান এখন কেন তা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল নেতৃত্বের একাংশ।

তবে একথা মেনে নিতেই হবে আরও একবার দেশের প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সঙ্ঘবদ্ধ মানুষ আলো জ্বালিয়ে জানান দিলেন, কোরোনা লড়াইয়ে পুরো ভারত এক ।

ABOUT THE AUTHOR

...view details