পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুর্গাপুরে বামেদের বিক্ষোভ - দুর্গাপুরে বামেদের আন্দোলন

গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয় । দুর্গাপুর স্টেশন থেকে বেরোনো ও ঢোকার পথে সমস্ত বাস আটকে পড়ে এই অবরোধের জেরে রাস্তায় । CPI(M)-এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ, নিজেদের কর্মসূচির নামে CITU অফিসের সামনে এসে অভদ্র আচরণ শুরু করে RSS সমর্থকরা । এমনকি, অযথা ওই কর্মসূচি থেকে বামকর্মী সমর্থকদের খুনের হুমকিও দেওয়া হয় ।

ff

By

Published : Nov 22, 2019, 11:50 PM IST


দুর্গাপুর, 22 নভেম্বর : শুক্রবার বিকেলে দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছে সিটু অফিসের সামনে জেএনইউ-এ বিবেকানন্দের মূর্তি ভাঙার প্রতিবাদে RSS ও BJP কর্মী সমর্থকরা নিজেদের কর্মসূচির নামে অশালীন কিছু আচরণ করে বলে অভিযোগ । এই ঘটনার প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় SFI ও CPI(M) এর কর্মী সমর্থকেরা ।

গুরুত্বপূর্ণ এই রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজট তৈরি হয় । দুর্গাপুর স্টেশন থেকে বেরোনো ও ঢোকার পথে সমস্ত বাস আটকে পড়ে এই অবরোধের জেরে রাস্তায়। CPI(M)-এর পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকারের অভিযোগ, নিজেদের কর্মসূচির নামে CITU অফিসের সামনে এসে অভদ্র আচরণ শুরু করে RSS সমর্থকরা । এমনকি, বামকর্মী সমর্থকদের খুনের হুমকিও দেওয়া হয় ।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ । অবরোধ তুলে নেওয়ার জন্য আবেদন করে CPI(M) নেতা-কর্মীদের । শুক্রবার সন্ধ্যায় প্রায় কম বেশি 30 মিনিটের এই রাস্তা অবরোধের জেরে দুর্গাপুর স্টেশন,বাস স্ট্যান্ড রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় ব্যাপক যানজট সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে ।

ABOUT THE AUTHOR

...view details