আসানসোল, 14 অক্টোবর : বিধানসভা নির্বাচনের আগে জোট হচ্ছে । বাম-কংগ্রেস জোট করে 2021-এর নির্বাচনে রাজ্যে পরিবর্তন আনবে । দাবি কংগ্রেস ও বামফ্রন্টের জেলার নেতাদের ।
বাম-কংগ্রেস জোটে 21-এ পরিবর্তনের ডাক আসানসোলে - বাম-কংগ্রেস জোট
বাম-কংগ্রেস জোট নিয়ে অধীর চৌধুরির বার্তার পর এবার জেলাস্তরের নেতারাও জোটের জল্পনা উসকে দিলেন ।
আসানসোল বাজার এলাকায় আজ বিকেলে কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে মিছিলের ডাক দেওয়া হয় । মিছিলে জাতীয় কংগ্রেস, CPI(M)-সহ বাম শরিকদলগুলি অংশ নেয় । মিছিলে মানুষের যোগদান ছিল চোখে পড়ার মতো ।
প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায় জানান, “জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্ট জোট করে 2021 সালে রাজ্যে পরিবর্তন আনবে । ভবিষ্যতে কেন্দ্রেও পরিবর্তনের ডাক দেওয়া হবে ।” CPI(M) জেলা সম্পাদকমণ্ডলী সদস্য পার্থ মুখোপাধ্যায় জানান, “শুধু 21-এর নির্বাচন নয়, এই জোট আরও সুদুরপ্রসারী । বহুদূর আমরা একসঙ্গে হাঁটব ।”
এর আগে বিধানসভা ভোটে বাম-কংগ্রেস জোট হচ্ছে বলে স্পষ্ট করে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি । অধীরবাবু বলেন, "বাংলার বিরোধী শক্তি যেখানে ছিল সেখানে আর নেই । তৃতীয় শক্তি হিসাবে বাম-কংগ্রেস জোটের উত্থান হচ্ছে । প্রশাসন সতর্ক থাকুন ।"