পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Anubrata Mondal রাইস মিল শ্বশুরবাড়ির উপহার, আদালতে দাবি অনুব্রতর আইনজীবীর - গরু পাচার মামলা

শনিবার আরও চার দিনের জন্য সিবিআই হেফাজত হয়েছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal will be in CBI custody for four more days) ৷ 24 অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে থাকতে হবে তাঁকে (Anubrata Mondal) ৷

ETV Bharatlawyears
Anubrata Mondal

By

Published : Aug 20, 2022, 8:10 PM IST

Updated : Aug 20, 2022, 9:53 PM IST

আসানসোল, 20 অগস্ট: গত দু'দিন ধরে যে রাইস মিল নিয়ে রাজ্য তোলপাড় সেই রাইস মিল নাকি অনুব্রত মণ্ডল শ্বশুরবাড়ির সূত্রে উপহার পেয়েছিলেন । শনিবার আসানসোল সিবিআই কোর্টে এমনই দাবি করলেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা । শুধু তাই নয়, যে সতেরো কোটি টাকার ফিক্সড ডিপোজিট নিয়ে জল্পনা চলছে সেই টাকাও নাকি স্ত্রীর মৃত্যুর পর জীবনবীমা সূত্রে পেয়েছিলেন অনুব্রত মণ্ডল । এমনই দাবি, তাঁর আইনজীবীদের ৷ অনুব্রতর আইনজীবীদের সওয়ালের পরেও এদিন অবশ্য তাঁর জামিন হয়নি ৷ আরও চার দিনের সিবিআই হেফাজতে থাকতে হবে তাঁকে ৷ 24 অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজত হয়েছে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal in CBI Custody) ৷

ফলে ফের নতুন করে সিবিআই আধিকারিকদের জেরার মুখেই পড়তে হবে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ এই তৃণমূল নেতাকে ৷ উল্লেখ্য, গত 11 অগস্ট গরুপাচার মামলায় (cattle smuggling case) বীরভূমে নিজের বাড়িতে থেকে সিবিআই'য়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । এরপর সেদিনই তাঁকে আসানসোল সিবিআই কোর্টে তোলা হয় । সেদিন বিচারক তাঁকে 10 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছিলেন । সেই মেয়াদ শেষে শনিবার অনুব্রতকে পুনরায় আসানসোল সিবিআই কোর্টে তোলা হয় ।

আরও পড়ুন: পার্থ ঘনিষ্ঠের খোঁজে হাজারিবাগের হোটেলে আয়কর তল্লাশি

এদিন হলুদ রঙের হাফ কুর্তা পরে দুপুর সাড়ে বারোটা নাগাদ আসানসোল সিবিআই আদালতে অনুব্রত মণ্ডলকে নিয়ে পৌঁছন সিবিআই আধিকারিকরা। এদিনও আদালত চত্বর জুড়ে ছিল নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা । র‍্যাফ, কমব্যাট ফোর্স, প্রচুর পুলিশ মোতায়ন করা ছিল । ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছিল আদালত চত্বরকে । আনুমানিক 12টা 50 নাগাদ শুনানি শুরু হয় অনুব্রত মন্ডলের । এদিনের সওয়াল-জবাবে অনুব্রত মণ্ডলের আইনজীবীরা তাঁর জামিনের আবেদন জানান । তাঁরা দাবি করেন গত 10 দিন ধরে হেফাজতে নেওয়ার পরেও উল্লেখযোগ্য তেমন কোনও সিজারলিস্ট সিবিআই আদালতে জমা করতে পারেনি । অর্থাৎ অনুব্রতর কাছ থেকে এমন কিছু পাওয়া যায়নি ।

আরও চার দিনের সিবিআই হেফাজত অনুব্রত মণ্ডলের

অন্যদিকে, সিবিআইয়ের আইনজীবী দাবি করেন গত 10 দিন ধরে অনুব্রত মণ্ডলকে জেরা করে এমন কিছু তথ্য পাওয়া গিয়েছে যাতে এই তদন্তের মোড় ঘুরে যেতে পারে । অনুব্রত মণ্ডলের আইনজীবীরা কোর্টে দাঁড়িয়ে এদিন দাবি করেন, এই তদন্তে কোনও প্রভাব খাটানোর চেষ্টা করেননি অনুব্রত মণ্ডল । তিনি তদন্তে সহযোগিতা করেছেন । তবে উলটো কথা বলেন সিবিআই পক্ষের আইনজীবীরা । তাঁদার যুক্তি, অনুব্রত প্রভাবশালী, তাই জামিন পেলে তিনি তদন্তে ব্যাঘাত ও তথ্য লোপাট করতে পারেন ৷

আরও পড়ুন: আরও 4 দিন সিবিআই হেফাজতে অনুব্রত, জামিন খারিজ করে নির্দেশ বিচারকের

যদিও এদিন বারবারই শারীরিক অসুস্থতার কথা জানিয়েছেন অনুব্রত মণ্ডলের আইনজীবীরা । বিচারক নিজেও এদিন অনুব্রতর কাছে তাঁর শরীরিক অবস্থা সম্পর্কে জানতে চান । অনুব্রত বলেন "আমার জ্বর হয়েছে ।সামান্য কাশিও রয়েছে ।"এরপর আলিপুর কমান্ড হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন বিচারক । সবদিক বিচার করে দুই পক্ষের সওয়াল জবাবের শেষে চারদিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ।

Last Updated : Aug 20, 2022, 9:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details