রানিগঞ্জ ,13 জুন : রানিগঞ্জে 60 নম্বর জাতীয় সড়কের শিশুবাগান মোড়ে ভোর নাগাদ হঠাৎ করেই ধস নামে । প্রাথমিক অনুমান কয়েকদিন ধরে অতিমাত্রায় বৃষ্টি হওয়ার কারণে ধস নেমেছে ৷ ধসের কারণে নিরাপত্তার দিকটা মাথায় রেখে বন্ধ করে দেওয়া হয়েছে শিশু বাগান থেকে রানিগঞ্জ শহর যাওয়ার রাস্তা । ধসের জায়গায় দেওয়া হয়েছে ট্রাফিক ব্যারিকেডও ।
রানিগঞ্জের শিশুবাগান মোড়ে ধস - শিশুবাগান
60 নম্বর জাতীয় সড়কের শিশুবাগান মোড়ে ভোর নাগাদ হঠাৎ করেই নামে ধস । স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসন সকলেই অনুমান করছেন অতিমাত্রায় বৃষ্টি হওয়ার ফলে এই ধস নেমেছে ।
স্থানীয় বাসিন্দা বিমল রায় বলেন " আজ ভোর রাতে রানিগঞ্জের শিশু বাগান মোড়ে ধস নামে । ধসের ফলে যে গর্তটি তৈরি হয়েছে তা আনুমানিক 4 ফুট চওড়া এবং এর গভীরতা 10 ফুট ৷ " স্থানীয় বাসিন্দা থেকে প্রশাসন সকলেই অনুমান করছেন অতিমাত্রায় বৃষ্টি হওয়ার ফলে এই ধস নেমেছে । শিশুবাগান মোড়ে ধস নামার ফলে আপাতত বন্ধ করা হয়েছে রাস্তাটি । কোনওরকম দুর্ঘটনা এড়াতে ধসের জায়গায় ব্যারিকেড করে দেয় পুলিশ । অন্যদিকে আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে ধসের জায়গায় বালি ভরাটের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ।