আসানসোল, 1 জুলাই: হঠাৎই ধস নামল স্কুলে ৷ স্কুলের দরজার সামনে 10 ফুট গভীর ও 4 ফুট ব্যাসার্ধের একটি গর্ত তৈরি হয়েছে । ধসের জেরে বন্ধ করে দেওয়া হয় স্কুলের পঠনপাঠন । আতঙ্কিত হয়ে পড়েন স্কুল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বারাবনি বিধানসভার দোমাহানি এলাকায় ফরিদপুর প্রাথমিক বিদ্যালয়ে ।
শনিবার পড়ুয়ারা স্কুলে এসে দেখে দরজার সামনে বিশাল গর্ত । যদিও তার আগেই ধসের খবর পেয়ে গিয়েছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা । এই প্রসঙ্গেই স্কুল শিক্ষিকা চন্দ্রানী মণ্ডল বলেন, "আমরা খবর দিয়েছিলান বারাবনি থানার পুলিশকে । পুলিশ খবর দেয় ইসিএল কর্তৃপক্ষকে । ধস কবলিত এলাকাটি বাঁশ দিয়ে ঘিরে ফেলে পুলিশ প্রশাসন ।" তিনি আরও জানান, পড়ুয়াদের নিরাপত্তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলের বাউন্ডারির এলাকার দরজা । পড়ুয়াদের ফিরিয়ে দেওয়া হয় । এদিকে খবর পেয়ে এলাকা পরিদর্শনে আসেন জেলা স্কুল পরিদর্শক দেবরাজ পাল । তিনি জানান, বিকল্প জায়গা না পাওয়া পর্যন্ত আপাতত স্কুলের পঠন-পাঠন বন্ধ থাকবে ।