পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Landslide in School Area: বারাবনিতে স্কুল চত্বর সংলগ্ন এলাকার মাঠে ধস, বন্ধ পঠনপাঠন - ইসিএল কর্তৃপক্ষ

আসানসোল এলাকার বারাবনিতে এলাকার স্কুল চত্বরের মাঠে ধস ৷ আতঙ্কিত এলাকাবাসী ৷ বন্ধ হয়ে গিয়েছে পড়ুয়াদের পঠন-পাঠন ৷

Etv Bharat
চত্বর সংলগ্ন এলাকার মাঠে ধস

By

Published : Jul 1, 2023, 10:44 PM IST

বারাবনিতে এলাকার স্কুল চত্বরের মাঠে ধস

আসানসোল, 1 জুলাই: হঠাৎই ধস নামল স্কুলে ৷ স্কুলের দরজার সামনে 10 ফুট গভীর ও 4 ফুট ব্যাসার্ধের একটি গর্ত তৈরি হয়েছে । ধসের জেরে বন্ধ করে দেওয়া হয় স্কুলের পঠনপাঠন । আতঙ্কিত হয়ে পড়েন স্কুল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকরা । শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বারাবনি বিধানসভার দোমাহানি এলাকায় ফরিদপুর প্রাথমিক বিদ্যালয়ে ।

শনিবার পড়ুয়ারা স্কুলে এসে দেখে দরজার সামনে বিশাল গর্ত । যদিও তার আগেই ধসের খবর পেয়ে গিয়েছিলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা । এই প্রসঙ্গেই স্কুল শিক্ষিকা চন্দ্রানী মণ্ডল বলেন, "আমরা খবর দিয়েছিলান বারাবনি থানার পুলিশকে । পুলিশ খবর দেয় ইসিএল কর্তৃপক্ষকে । ধস কবলিত এলাকাটি বাঁশ দিয়ে ঘিরে ফেলে পুলিশ প্রশাসন ।" তিনি আরও জানান, পড়ুয়াদের নিরাপত্তার জন্য বন্ধ করে দেওয়া হয়েছে স্কুলের বাউন্ডারির এলাকার দরজা । পড়ুয়াদের ফিরিয়ে দেওয়া হয় । এদিকে খবর পেয়ে এলাকা পরিদর্শনে আসেন জেলা স্কুল পরিদর্শক দেবরাজ পাল । তিনি জানান, বিকল্প জায়গা না পাওয়া পর্যন্ত আপাতত স্কুলের পঠন-পাঠন বন্ধ থাকবে ।

ঘটনা প্রসঙ্গেই স্থানীয় বাসিন্দা খালিদ হোসেন মণ্ডল বলেন, "এই প্রথম নয় । এই স্কুল চত্বরের মাঠে বিশাল ধস নেমেছিল বছর তিনেক আগে । দোতলা বাড়ি ধসে তলিয়ে গিয়েছিল । এবার আবারও ধসের কবলে স্কুল বিল্ডিং।" ধসের ঘটনা সামানে আসতেই ইসিএল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকা ভরাটের আশ্বাস দিয়েছন ।

আরও পড়ুন:ঘরের মধ্যে জ্বলন্ত উনুন! দমবন্ধ হয়ে মৃত এক মহিলা, গুরুতর অসুস্থ 5

প্রসঙ্গত, 1953 সালে বেসরকারি কোল কোম্পানি সংশ্লিষ্ট এলাকায় কয়লা খনন করেছিল । অভিযোগ, সেখানে তারা কয়লা উত্তোলন করার পরে ভরাট না করে চলে যায় । তারপর থেকেই বারবার এই ফরিদপুর এলাকায় ধস নামছে বলে অভিযোগ। তবে বিকল্প স্কুল বিল্ডিংয়ের খোঁজ শুরু হয়েছে । তারপরে হবে স্বাভাবিক পঠনপাঠন । ইসিএলের পক্ষ থেকে ধস কবলিত জায়গা ভরাটের প্রক্রিয়া শুরু হলেও, আতঙ্কিত গ্রামবাসীরা তাদের ছেলেমেদের আর স্কুলে পাঠাতে চাইছেন না ।

ABOUT THE AUTHOR

...view details