পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ECL coal mines : ইসিএলের খনি এলাকায় ধস, বিষাক্ত ধোঁয়ায় আতঙ্ক - খনি এলাকায় ধস, বিষাক্ত ধোঁয়া

ইসিএলের খনি এলাকায় ধস, বিষাক্ত ধোঁয়ায় আতঙ্ক ৷ পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে ইসিএলের কুনুস্তোরিয়া এরিয়ার অন্তর্গত অমৃতনগর কোলিয়ারি এলাকার ঘটনা ৷ দ্রুত সমস্য়া সমাধানের আশ্বাস সংস্থার প্রতিনিধির ৷

Landslide in ECL mine area, panic in toxic fumes
ECL coal mines : ইসিএলের খনি এলাকায় ধস, বিষাক্ত ধোঁয়ায় আতঙ্ক

By

Published : Jun 22, 2021, 6:54 PM IST

রানিগঞ্জ, 22 জুন : ইসিএলের বিস্তীর্ণ খনি এলাকাজুড়ে নামছে ধস ৷ মাটির নীচ থেকে উঠে আসছে বিষাক্ত ধোঁয়া ৷ আর তাতেই আতঙ্কিত এলাকার মানুষ ৷ তাঁদের আশঙ্কা, যেকোনও সময়ে ঘটে যেতে পারে বড় কোনও দুর্ঘটনা ৷ গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে দাবি ইসিএলের স্থানীয় আধিকারিকদের ৷

আরও পড়ুন:ECL coal mines : রক্ষা মিলেছে বরাতজোরে, বেআইনি খনির বিরুদ্ধে ব্যবস্থা কী, উত্তর অধরাই

পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে ইসিএলের কুনুস্তোরিয়া এরিয়ার অন্তর্গত অমৃতনগর কোলিয়ারির পাশেই প্রায় দু’বিঘা জমিজুড়ে ধস নামতে শুরু করেছে ৷ মাটি ফাঁক হয়ে বেরিয়ে আসছে সাদা ধোঁয়া ৷ সেই ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়ছেন আশপাশের বাসিন্দারা ৷

অন্যদিকে ধস ও বিষাক্ত গ্যাস যেখান থেকে বেরিয়ে আসছে, সেখানেই রয়েছে কোলিয়ারির ‘ম্যাগাজিন রুম’। যেখানে বারুদ সংগ্রহ করে রাখে ইসিএল কর্তৃপক্ষ ৷ এই বারুদ কোলিয়ারির খনিতে বিস্ফোরণের কাজে ব্যবহার করা হয় ৷ স্থানীয়দের আশঙ্কা, বারুদে ঠাসা ওই ঘর ধসের কবলে পড়লে ঘটতে পারে বড় অঘটন ৷ বারুদে বিস্ফোরণ ঘটলে উড়ে যেতে পারে গোটা এলাকা ৷ সেক্ষেত্রে প্রাণহানির আশঙ্কাও রয়েছে ৷

ধসে আতঙ্কিত এলাকার বাসিন্দারা ৷

আরও পড়ুন :বারাবনিতে ভয়াবহ ধস, মাটির নিচে রাস্তা

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যে জায়গায় ধস নেমেছে এবং বিষাক্ত গ্যাস বেরিয়ে আসছে, সেখানেই ইসিএলের কয়লাখনি ছিল ৷ এখন সেটি পরিত্যক্ত ৷ কয়েকদিন আগে ওই জায়গায় একটি বিশাল বটগাছের শিকড় আলগা হয়ে যায় ৷ ধসে যায় দু’টি বাড়ি ৷ মাটির নীচে চাপা পড়ে যায় সেগুলি ৷

কোলিয়ারির এজেন্ট আরকে বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছেন, সমগ্র বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে ৷ সমস্য়া মেটাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details