পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Landslide at Raniganj: রানিগঞ্জের কোয়ারডিতে ধস, আতঙ্কে বাসিন্দারা - মাঠের মধ্যে ধস নেমেছে

রানিগঞ্জের কোয়ারডি এলাকায় ভূমিধস ৷ স্থানীয় একটি খেলার মাঠে ভূমি ধসের ঘটনা ঘটেছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রানিগঞ্জ থানার পুলিশ ও ইসিএলের কর্তা ব্যক্তিরা । ইসিএলের পক্ষ থেকে ওই এলাকাটিকে ঘিরে ফেলা হয়েছে ৷

Etv Bharat
রানিগঞ্জের কোয়ারডিতে ধস

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 8:00 PM IST

রানিগঞ্জের কোয়ারডিতে ফুটবল মাঠে ধস

রানিগঞ্জ, 8 সেপ্টেম্বর:বেআইনি ও যথেচ্ছ ভাবে কয়লা উত্তোলনের কারণে যেকোনও দিন যোশীমঠের মতো ধস নামতে পারে রানিগঞ্জে ৷ রানিগঞ্জ শহর নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও । সেই আশঙ্কাই সত্যি হল ৷ শুক্রবার স্থানীয় কেয়ার এলাকার ফুটবল মাঠে হঠাৎই ধস নামে ৷ এই খবর এলাকায় চাউর হতেই আতঙ্ক ছড়ায় ৷ আতঙ্কিত হয় পড়েন এলাকাবাসী ৷

জানা গিয়েছে, শুক্রবার রানিগঞ্জের কোয়ারডি এলাকায় একটি মাঠের সামনে ভারী কিছু পড়ার শব্দ শুনতে পান বাসিন্দারা । প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে শব্দের উৎস খুঁজতে গিয়ে তাঁরা দেখেন যে মাঠের মধ্যে ধস নেমেছে । মাটি ক্রমশ ধসে সেখানে গর্তের সৃষ্টি হয়েছে । নিমেষের মধ্যে ছোট গর্ত বিরাট আকার ধারণ করে ৷ বেলা যত বাড়ে গর্তের পরিধি তত বাড়তে থাকে । খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় রানিগঞ্জ থানার পুলিশ ও ইসিএলের কর্তা ব্যাক্তিরা । নিরাপত্তার স্বার্থে ইসিএলের পক্ষ থেকে ওই এলাকাটিকে ঘিরে ফেলা হয়েছে ।

কিন্তু কেন এই ধরনের ঘটনা ? ইসিএল আধিকারিক সোমনাথ মুখোপাধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, "কয়লা শিল্পের রাষ্ট্রায়ত্তকরণের আগে এই অঞ্চলে প্রচুর বেসরকারি খনি ছিল । যারা কয়লাকাটার সময়ে কোনও নিয়ম নীতি মানেনি। ফলে অবৈজ্ঞানিক উপয়ে কয়লা কাটার ফলে মাটির তলা ফাঁপা হয়ে রয়ে গিয়েছে । আর সেই কারণেই অল্প বৃষ্টি হলেই ধস নামে । আপাতত আমরা ওই জায়গাটিকে বুজিয়ে, তার চারপাশে ঘিরে ফেলছি । যাতে কোনও বিপদ না ঘটে ।"

আরও পড়ুন:ধানবাদে বেআইনি কয়লাখনিতে ধসে মৃত 3, আহত 2

ধস নামার ঘটনা এলাকায় নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে ৷ এলাকাবাসীর মতে এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার ধসের ঘটনা ঘটেছে ৷ যা নিয়ে আতঙ্কে আছেন এলাকাবাসী ৷ তাঁরা জানাচ্ছেন, এলাকায় ধস নেমেছে সেই ফুটবল মাঠ খুব দূরে নয় ৷ ধস বাড়তে থাকলে তা যে দ্রুত জনবসতিপূর্ণ অঞ্চলটিকে গ্রাস করে নেবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন করেছেন এলাকাবাসী ৷

ABOUT THE AUTHOR

...view details